Bangla News Dunia, Pallab : টেস্ট ক্রিকেটের ইতিহাসে বার্মিংহামের এজবাস্টন ছিল ভারত তথা এশিয়ার যেকোনও ক্রিকেট খেলিয়ে দেশের কাছে কাছে দুর্গ। অনেক বড় নাম খেলতে নেমেও জিততে পারেনি এজবাস্টনে। সেই দুর্গ এ বার জয় শুবমান গিলের নেতৃত্বাধীন জেন জ়ি-র। শুবমান গিল ও আকাশ দীপের দাপটে এজবাস্টন টেস্ট ৩৩৬ রানে জিতে গেল ভারত।
আরও পড়ুন : দুধ চা খালি পেটে খেলে সর্বনাশ, কী হয় ? জানুন
ইংল্যান্ড সিরিজ়ের আগে টেস্ট থেকে অবসর নেন রোহিত শর্মা। এর পর বিরাট কোহলিও একই পথে হাঁটেন। দুই তারকার অবসরের পর প্রশ্ন ছিল, দলের হাল ধরবেন কে? বিশেষ করে অধিনায়ক কে হবেন সেটা ছিল প্রশ্ন। এই সময়ে দলের দায়িত্ব দেওয়া হয় শুবমান গিলকে। ২৫ বছরের গিল কতটা চাপ নিতে পারবেন সেই প্রশ্নটা ছিল বড়। প্রথমে হেডিংলে টেস্টে গিল দেখালেন তিনি চাপ নিতেই নয়, চাপ দিতেও তৈরি। হেডিংলেতে লোয়ার অর্ডারের ব্যর্থতায় জেতা হয়নি। তবে লড়াই ছিল। এ বার সেই লড়াইটাকে কাজে লাগিয়ে জেতা হলো বার্মিংহাম।
আরও পড়ুন : শাহী ইদগাহ বিবাদ মামলায় বড়সড় ধাক্কা খেল হিন্দু পক্ষ !