সিঁদুরি-ল্যাংড়া-আলফানসো-চৌসা , আমের এমন আজব নাম কেন? জানুন দারুন কাহিনি

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের গ্রীষ্ম মানেই আমের মরসুম। তবে এই মিষ্টি ফলটির শুধু স্বাদেই নয়, নামের মধ্যেও লুকিয়ে আছে বিস্ময়কর ইতিহাস, সংস্কৃতি ও আঞ্চলিক পরিচয়ের ছাপ। আপনি যে আম খান, চৌসা, ল্যাংড়া, দশেরি, কেসর, মালদা বা আলফোনসো, জানেন কি, এই প্রতিটি নামের পিছনেই রয়েছে কোনও না কোনও ঐতিহাসিক গল্প?

চলুন, জেনে নিই ভারতের জনপ্রিয় কিছু আমের নামকরণের কাহিনী।

চৌসা আম: যুদ্ধজয়ের স্বাদে নামকরণ
১৫৩৯ সালে বিহারের চৌসা শহরে শের শাহ সুরি মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করেছিলেন। বিজয়ের আনন্দে শের শাহ সেখানে উৎপন্ন একটি সুস্বাদু আমের প্রশংসা করে সেটির নাম দেন ‘চৌসা আম’। তাঁর মনে হয়েছিল, যেমন জয় স্মরণীয়, তেমনই এই আমও হওয়া উচিত কালজয়ী।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন