Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জ্যোতিষ শাস্ত্র অনুসারে নির্দিষ্ট সময় পর পর প্রতিটি গ্রহ নিজের অবস্থান বদল করে। গ্রহদের এই রাশি পরিবর্তনের ফলে ১২ টি রাশিতে কিছু না কিছু প্রভাব পড়ে থাকে। এদিকে, ১৫ সেপ্টেম্বর চন্দ্রদেব সিংহ থেকে কন্যায় প্রবেশ করছে। শনি যেখানে সবচেয়ে ধীর গতির গ্রহ বলে পরিচিত, সেখানে চাঁদ অনেক তাড়াতাড়ি তার রাশি পরিবর্তন করে। কন্যা রাশিতে চাঁদ ও মঙ্গলের যুতি তৈরি হচ্ছে। ১৬ সেপ্টেম্বর থেকে কন্যা রাশিতে এই দুই গ্রহের যুতি ছাড়াও কেতু থাকবে তুলা রাশিতে আর বক্রী শনি গোচর করবে কুম্ভ রাশিতে। তবে দেখে নেওয়া যাক, এর ফলে কোন কোন রাশি লাভের মুখ দেখতে চলেছে —-
আরো পড়ুন :- জানুন রাহুর রাশি পরিবর্তনের ফলে কোন ৩টি রাশির ভাগ্য বদলাতে চলেছে
১. কর্কট রাশি :- এই যুতি আপনার ভাগ্যে বেশ কয়েকটি ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। এই সময় আপনার ভাগ্য আপনার সহযোগিতা করবে। যে কাজে হাত দেবেন, তাতেই পাবেন অপার সাফল্য। আটকে থাকা কাজ হবে সফল। স্বাস্থ্যের দিক থেকে হবে উন্নতি। শত্রুকে হারিয়ে পাবেন বিজয়।
২. মিথুন রাশি :- এলাকার প্রশাসকদের কাছ থেকে পাবেন বাড়তি সাহায্য। অফিসের উচ্চপদস্থ কর্তারা আপনাকে সাহায্য করবেন বিভিন্ন দিক থেকে। স্বাস্থ্যের দিক থেকে আপনি পাবেন লাভ। শত্রুর উপর বিজয়ী হবেন। আটকে থাকা কাজ হবে পূরণ।
৩. মেষ রাশি :- ব্যবসায়িক সাফল্য আকাশ ছোঁবে। সাফল্য প্রাপ্তির নানান যোগ তৈরি হবে। আইনি মামলা মোকদ্দমায় আপনি পাবেন লাভ। বাবার সহযোগিতা সব দিক থেকে হবে। ব্যবসা আগের থেকে অনেকটাই ভালো হবে। চাকরির খোঁজ যাঁরা করছেন, তাঁদের জন্য আসতে পারে সুখবর।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
আরো পড়ুন :- মার্গী অবস্থানে যেতে চলেছে শুক্র ! ফলে ভাগ্য খুলবে ৩টি রাশির
আরো পড়ুন :- বছরের শেষ সূর্যগ্রহণে তৈরি হবে অশুভ যোগ ! সমস্যায় পড়বে এই ৫টি রাশি
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)