সিকিমে তুমুল বৃষ্টিতে বন্ধ উদ্ধার কাজ, আটকে 1500 পর্যটক ; এখন কি অবস্থা ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পাহাড়ে লাগাতার বৃষ্টির কারণে ব্যাহত উদ্ধার কাজ । এখনও পর্যন্ত নিখোঁজ ভিনরাজ্যের আট পর্যটক । উত্তর সিকিমের লাচেন ও লাচুং থেকে ফেরার পথে মুনসেথাং এলাকায় বৃহস্পতিবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে এক হাজার ফুট খাদে পড়ে যায় পর্যটক বোঝাই একটি গাড়ি । ওই গাড়িতে চালক-সহ 11 জন পর্যটক ছিলেন ।

ঘটনায় ইতিমধ্যে গাড়ির চালক সিকিমের সিঙ্গিকের বাসিন্দা পাসাং ডেমু শেরপার মৃত্যু হয়েছে । তবে দ্রুত উদ্ধারকাজে নেমে ওড়িশার বাসিন্দা স্বয়ং সুপ্রতিম নায়েক ও সাইরাজ জেনা নামে দু’জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় সেনা ও বিপর্যয় মোকাবিলা দল । কিন্তু বাকি আটজনের এখনও হদিশ মেলেনি । কারণ, পর্যটক বোঝাই গাড়িটি খাদ দিয়ে গড়িয়ে তিস্তায় তলিয়ে যায় । তিস্তা থেকে ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করা গেলেও এখনও আটজন পর্যটক নিখোঁজ রয়েছেন ।

সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিখোঁজদের মধ্যে চারজন ওড়িশার, দু’জন ত্রিপুরা ও দু’জন উত্তরপ্রদেশের বাসিন্দা । অজিত কুমার নায়েক, সুনীতা নায়েক, সাহিল জেনা ও ইতিশ্রী জেনা ওড়িশার বাসিন্দা । ত্রিপুরার বাসিন্দা দেবজ্যোতি জয় দেব ও স্বপ্নীল দেব । উত্তরপ্রদেশের বাসিন্দারা হল কৌশলেন্দ্র প্রতাপ সিং ও অঙ্কিতা সিং ।

কিন্তু শুক্রবার রাত থেকে সিকিম-সহ পাহাড়জুড়ে টানা বৃষ্টিপাতের কারণে লাচেন, লাচুং-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রধান সড়কে নতুন করে ধসের ঘটনা ঘটেছে । লাচেন সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে । এমনকি ফিডাং, চুংথাং হয়ে শিপগিয়ার হয়ে সাংকালান যাওয়ার বিকল্প পথটিও ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে । কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা দল, রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে যৌথ অভিযানে নামলেও, তিস্তায় অত্যাধিক জলোচ্ছ্বাস ও জলস্তর বেড়ে যাওয়ার কারণে উদ্ধারকাজ বন্ধ করতে বাধ্য হয় । মঙ্গনের জেলাশাসক অনন্ত জৈন খোদ ঘটনাস্থলে থেকে উদ্ধারকাজে মনিটরিং করতে থাকেন ।

অন্যদিকে, ধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় লাচেনে 115 জন ও লাচুংয়ে 1350 জন পর্যটক আটকে রয়েছে । তাদের সঙ্গে যোগাযোগ করছেন মঙ্গনের পুলিশ সুপার । জেলা আধিকারিক সোনম ডেচুও পর্যটকদের জন্য সবরকম ব্যবস্থার কথা জানিয়েছেন । এই বিষয়ে মঙ্গনের জেলাশাসক অনন্ত জৈন বলেন, “লাচে, লাচুং-সহ একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটেছে । লাচেন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে । ওই দুই পর্যটন কেন্দ্রে প্রায় 1500 পর্যটক আটকে রয়েছে । তাদের ত্রাণ শিবিরে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে । অন্যদিকে ব্যাপক বৃষ্টির কারণে তিস্তার জলস্তর বৃদ্ধি পাওয়ায় বন্ধ রাখা হয়েছে উদ্ধার কাজ । জলস্তর কিছুটা নামলে এবং বৃষ্টি কিছুটা থামলে তারপরে ফের উদ্ধার কাজে নামা হবে ।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন