Bangla News Dunia , দীনেশ :- ভারত-পাক যুদ্ধ আবহে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করেছে ভারত। এর ফলে তীব্র জলসংকট দেখা দিয়েছে পাকিস্তানের বিভিন্ন এলাকায়। এরই মধ্যে পাকিস্তান সরকার ঘোষণা করেছে সিন্ধু নদীর ওপরে বাঁধ নির্মাণের। এরপরই ক্ষোভে ফুঁসে উঠেছে সিন্ধ প্রদেশের বাসিন্দারা। পাক সরকারের এই ঘোষণার পরেই ক্ষোভে ফুঁসে উঠেছে সিন্ধ প্রদেশের বাসিন্দারা। এর জেরেই মঙ্গলবার অগ্নিগর্ভ হল পাকিস্তানের সিন্ধ প্রদেশ। ওই প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িই আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন বিক্ষোভকারীরা। পুলিশ এবং বিক্ষোভকারীদের সংঘর্ষে এক জনের মৃত্যুও হয়েছে। পাল্টা হামলায় জখম হয়েছেন সিন্ধ প্রদেশের ডেপুটি সুপারও।
আরও পড়ুন:- ভারতের কঠোর পদক্ষেপে বাংলাদেশের ক্ষতি ৯৩৬৭ কোটি টাকা, বিস্তারিত জেনে নিন
ঘরে-বাইরে বিপাকে পাকিস্তান। চারিদিক থেকে শাহবাজ শরিফ সরকারকে সমস্যা ঘিরে ধরছে। সিন্ধ প্রদেশের মানুষের মধ্যে চরম ক্ষোভ। বালুচিস্তানের মতো এবার তারাও আলাদা হতে চায় পাকিস্তান থেকে। জানা গিয়েছে, সিন্ধ প্রদেশে চোলিস্তান খাল তৈরির প্রকল্প ঘোষণার পর থেকেই পাকিস্তানের শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন সিন্ধ প্রদেশের বাসিন্দারা। মানুষের মধ্যে ক্ষোভ এতটাই চরমে উঠেছে যে সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। সাধারণ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। মঙ্গলবারও বিক্ষোভ হয়েছিল সিন্ধপ্রদেশের নওশাহরো ফিরোজ জেলার মোরোতে। বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। সংঘর্ষে জড়িয়ে পরে পুলিশ-বিক্ষোভকারীরা। পরিস্থিতি চলে যায় হাতের বাইরে। পরিস্ত্রহিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলি চালায় বলে অভিযোগ। পুলিশের ছোড়া গুলিতে মৃত্যু হয় এক বিক্ষোভকারীর। এর পরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভকারীদের হামলায় জখম হন ডিএসপি গুলাম হুসেন দাহিরি। লাঠি দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। জ্বালিয়ে দেওয়া হয় সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লঞ্জরের বাড়ি। কয়েকটি মোটরবাইকও জ্বালিয়ে দেওয়া হয়। এখনও সেখানকার পরিস্থিতি যথেষ্টই থমথমে।
আরও পড়ুন:- প্রস্টেট ক্যান্সার বাড়ছে, এই মারণ রোগের উপসর্গ কী? এক ক্লিকে জেনে নিন
প্রসঙ্গত, ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার পরই জলসঙ্কটে পড়েছে। এর মধ্যেই সিন্ধু নদের উপরে একটি বাঁধ তৈরি করার ঘোষণা করেছে পাকিস্তান সরকার। এরপরই ক্ষোভে ফুঁসে উঠেছে সিন্ধ প্রদেশের বাসিন্দারা। উত্তর ও দক্ষিণ সিন্ধ প্রদেশের বাসিন্দাদের দাবি, এই বাঁধ তৈরি হলে তারা আর জল পাবেন না। জল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। পূর্ব ও পশ্চিম সিন্ধই পুরো জল পেয়ে যাবে। এই ক্ষোভেই বিগত ৪ দিন ধরে জ্বলছে সিন্ধ প্রদেশ। বালুচিস্তানের পর সিন্ধ প্রদেশের বাসিন্দারাও স্বাধীনতার দাবি তুলেছে।
আরও পড়ুন:- এই শেয়ারের দাম টানা ৫ দিন ধরে বেড়ে চলেছে, ১৮৯% মুনাফা বৃদ্ধি। জেনে নিন
আরও পড়ুন:- প্রায় বারো হাজার শূন্যপদে নিয়োগ করছে এনটিপিসি, বেতন ৩৫,৪০০ টাকা। শীঘ্রই আবেদন করুন