সিন্ধু জলচুক্তিতে স্থগিতাদেশ পুনর্বিবেচনা করা হোক ! ভারতকে কাতর ‘অনুরোধ’ পাকিস্তানের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ  :- ভারত-পাক সংঘর্ষবিরতি হলেও স্থগিতই থাকবে সিন্ধু জলচুক্তি (Indus Treaty)। তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল ভারতের তরফে। তবে এবার ভারতকে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার ‘অনুরোধ’ জানাল পাকিস্তান। ভারতের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, এনিয়ে ভারতের বিদেশমন্ত্রককে চিঠি লিখেছে পাকিস্তানের জলশক্তি মন্ত্রক। চিঠিতে জানানো হয়েছে, ভারত সরকারের এই চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত পাকিস্তানে সংকট তৈরি করবে। তাই এই সিদ্ধান্তকে আরও একবার বিবেচনা করা হোক।

আরো পড়ুন : বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ? কী বলছে রাজ্য সরকার

এদিকে, সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কার্যত বুঝিয়েই দিয়েছিলেন যে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সম্ভাবনা নেই। মোদি সাফ বলেছিলেন, ‘সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে হতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্যও একসঙ্গে হতে পারে না। জল ও রক্ত ​​একসঙ্গে প্রবাহিত হতে পারে না।’ তিনি এও স্পষ্ট করে দিয়েছিলেন যে, সন্ত্রাসবাদ এবং পাক-অধিকৃত কাশ্মীর ছাড়া আর অন্য কোনও বিষয়ে ইসলামাবাদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী নয় নয়াদিল্লি। এমনকি মঙ্গলবারও ভারতের বিদেশমন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, পাকিস্তান যতক্ষণ না আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি তার সমর্থন ‘বিশ্বাসযোগ্য এবং অপরিবর্তনীয়ভাবে’ প্রত্যাখ্যান করবে, ততক্ষণ পর্যন্ত ভারত সিন্ধু জলচুক্তি (Indus treaty) স্থগিত রাখবে।

আরও পড়ুন : সন্ত্রাস ও POK নিয়েই একমাত্র আলোচনা’, পাকিস্তানকে স্পষ্ট বার্তা মোদির

উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছিল ভারত। যার মধ্যে একটি ছিল সিন্ধু জলচুক্তিতে স্থগিতাদেশ। যা নিয়ে এর আগে বিশ্ব ব্যাংকের দারস্থও হয়েছিল পাকিস্তান, কিন্তু বিশ্ব ব্যাংকও সাফ জানিয়ে দেয়, বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে এই চুক্তি হলেও, তাতে আপত্তি নিয়ে মধ্যস্থতার দায় তাদের নেই। কার্যত আর উপায় না পেয়ে এবার ভারতের দারস্থই হতে হল পাকিস্তানকে।

আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন