Bangla News Dunia, দীনেশ : পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিতে মঙ্গল রাতে পাকিস্তানে অভিযান চালায় ভারত। নিখুঁত লক্ষ্যে মিসাইল হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ধুলিসাৎ করে দেওয়া হয়েছে পাকিস্তানের ৯ টি জঙ্গি ঘাঁটি। কিন্তু এরপর নিশ্চিন্তে বসে থাকার অবকাশ নেই। পাকিস্তান সীমান্ত এলাকায় পালটা গোলাবর্ষণ শুরু করেছে।
আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !
আর তাতেই ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বেড়েছে। তাই ভারতের সীমান্তবর্তী ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মূলত, যে সব রাজ্যের সঙ্গে নেপাল এবং পাকিস্তানের সীমান্ত রয়েছে তাদের সঙ্গেই বৈঠক করেন তিনি। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। নবান্ন সূত্রে খবর, শায়ের সঙ্গে বৈঠকে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ পন্থ এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও ছিলেন।
আরো পড়ুন : মাধ্যমিক পরীক্ষা ২০২৬ দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ, জেনে নিন পরীক্ষার দিনক্ষণ
পশ্চিমবঙ্গের পাশাপাশি জম্মু-কাশ্মীর, পঞ্জাব, রাজস্থান, গুজরাত, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং সিকিমের মুখ্যমন্ত্রী, ডিজি এবং সচিবেরা বৈঠকে যোগ দেন। জানা গেছে অপারেশন সিঁদুরের পর পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় গোলাবর্ষণ শুরু করেছে। মৃত্যুও হয়েছে ভারতের বহু সাধারণ নাগরিকের। এই পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকা থেকে সাধারণ নাগরিকদের সরিয়ে আনাকে অগ্রাধিকার দিচ্ছে ভারত।