সুখবর! কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ ঘোষণা রাজ্য সরকারি কর্মীদের জন্য ।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সম্প্রতি বেশ কয়েকটি রাজ্য সরকার তাদের কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সরকারের মতো এবার এই রাজ্য গুলির সরকারি কর্মীরাও পাচ্ছেন ৫৫% মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance). ফলে, কর্মচারীদের বেতনে বড় সড় বাড়তি সংযোজন হতে চলেছে। চলুন পয়েন্ট ধরে জেনে নিই কোন রাজ্যে কত শতাংশ ডিএ ঘোষণা হয়েছে এবং তার প্রভাব।

কেন্দ্রের সমান ৫৫% বকেয়া ডিএ ঘোষণা

আর এই ৫৫% বকেয়া ডিএ বৃদ্ধির খবর উত্তরাখণ্ড সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে, তারা কেন্দ্রীয় সরকারের সাথে সামঞ্জস্য রেখে ডিএ বৃদ্ধি করবে, আপাতত রাজ্যের কর্মীরা কেন্দ্রের তুলনায় পিছিয়ে থাকলেও ধাপে ধাপে সমান হারে ডিএ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, আশা করা হচ্ছে, আগামী অর্থ বছরের বাজেটে ডিএ সমতা নিয়ে পরিষ্কার ঘোষণা থাকবে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই নিয়ে কিছু ঘোষণা করা হয়নি।

অবশেষে বকেয়া ডিএ ঘোষণা

এছাড়াও উত্তরপ্রদেশ সরকার কেন্দ্রীয় কর্মীদের সমান হারে ৫৫% ডিএ কার্যকর করেছে, এই সিদ্ধান্তের ফলে প্রায় ২০ লাখ কর্মচারী ও পেনশন ভোগী উপকৃত হবেন, রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, জুলাই মাসের বেতনের সাথেই এই বৃদ্ধি কার্যকর হবে। মহারাষ্ট্র সরকার জানিয়েছে তারা কেন্দ্রের মতো ডিএ দিতে বদ্ধ পরিকর, ধাপে ধাপে ডিএ বৃদ্ধির পরিকল্পনা, অতিরিক্ত আর্থিক বোঝা এড়াতে এক সাথে নয়, বরং ধাপে ধাপে কার্যকর করা হবে।

পশ্চিমবঙ্গের পড়সি রাজ্য ওড়িশা সরকারের তরফে ঘোষণা এসেছে যে, তারা কর্মচারীদের জন্য ডিএ ৫০% থেকে বাড়িয়ে ৫৫% করবে। এই সিদ্ধান্তের ফলে লাভবান হবেন প্রায় ৫ লাখ সরকারি কর্মচারী ও ৩ লাখের বেশি পেনশনভোগী। বকেয়া ডিএ বৃদ্ধির ফলে অনেক দিন ধরে করে আসা দাবি মিটে যাবে সরকারি কর্মীদের।

বকেয়া ডিএ বৃদ্ধির প্রভাব

ডিএ বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের হাতে বাড়তি অর্থ আসবে, যা তাদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলবে।মাসিক বেতনে ৩,০০০ থেকে ৮,০০০ টাকা পর্যন্ত বাড়তি আয়, স্থানীয় বাজারে চাহিদা বৃদ্ধি, কর্মচারীদের সন্তুষ্টি ও মনোবল বৃদ্ধি। অন্যান্য রাজ্য যেমন বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ইত্যাদিতেও কেন্দ্রের ডিএ হার অনুসরণ করে সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে।

তামিলনাড়ু, কর্ণাটক, হরিয়ানা বর্তমানে কেন্দ্রীয় সরকারের মতো ডিএ প্রদান শুধুমাত্র আর্থিক সিদ্ধান্ত নয়, এটি কর্মচারীদের প্রাপ্য সম্মান। রাজ্য গুলোর এই উদ্যোগ নিঃসন্দেহে সরকারি কর্মীদের জন্য স্বস্তির বার্তা। ডিএ সমতা বাস্তবায়িত হলে, শুধু বেতনই নয়, কর্মীদের কর্মস্পৃহাও বাড়বে। আর পশ্চিমবঙ্গের ডিএ মামলা সুপ্রিম কোর্টের ওপরে নির্ভর করছেন যে এর ভবিষ্যৎ কি হবে।

 

আরও পড়ুন:- সন্তানদের আমেরিকা বর্ডারে ছেড়ে চলে যাচ্ছে ভারতীয় বাবা-মা, কারণ জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন