Bangla News Dunia, Pallab : তিনদিনের মুর্শিদাবাদ সফরে (Murshidabad Case) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার দুপুরে সুতির ছাবঘাটি ক্ষুদিরাম দাস বিদ্যালয় প্রাঙ্গণে সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠান থেকে সুতি, ধুলিয়ান এবং ফরাক্কা নিয়ে নতুন মহকুমার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : হঠাৎ কে মোদির কার্যালয়ে গেলেন রাহুল ও প্রধান বিচারপতি ?
মুখ্যমন্ত্রীর কথায়, ‘সুতি, ধুলিয়ান এবং ফরাক্কার মানুষদের জন্য নতুন মহকুমা অফিস গঠন করা হচ্ছে মুর্শিদাবাদে। এছাড়াও মুর্শিদাবাদে ১৭৫টি স্বাস্থ্যকেন্দ্র তৈরির জন্য ১২ কোটি টাকা বরাদ্দ করা হবে। মুর্শিদাবাদে উন্নয়নের জন্য মোট ৭১৮ কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছে।’
এরই পাশাপাশি তিনি আরও বলেন, ‘বিজেপি (BJP) কিংবা কোনও মৌলবাদী সংগঠনের কথা শুনে প্ররোচিত হবেন না। আপনারা নিজেরা ভাগ হওয়ার থেকে আমার গলাটা দেহ থেকে ভাগ করে দিন। তাতে আমি খুশি হব।’