সুতি, সামশেরগঞ্জ ও ফরাক্কাকে নিয়ে নতুন মহকুমা গঠনের তোড়জোড় ! জানুন বিস্তারিত

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : মুর্শিদাবাদে (Murshidabad) এসে ছাবঘাটির প্রশাসনিক সভায় সুতি, সামশেরগঞ্জ ও ফরাক্কাকে নিয়ে নতুন মহকুমা তৈরির ঘোষণার পর থেকেই নতুন মহকুমা তৈরির তোড়জোড় শুরু হয়ে গেছে রাজ্য প্রশাসনে। রাজ্যের প্রশাসনিক সচিব মুর্শিদাবাদের জেলা শাসক রাজর্ষি মিত্রকে প্রস্তাবিত নতুন মহকুমার বিষয়ে চিঠি দিয়েছেন তাতে নতুন মহকুমার নাম ফরাক্কা রাখা হয়েছে। নতুন মহকুমার জন্য অফিসের পরিকাঠামো, আবাসন এবং প্রস্তাবিত মানচিত্র পাঠানোর কথা বলা হয়েছে।

আরও পড়ুন : সন্ত্রাস ও POK নিয়েই একমাত্র আলোচনা’, পাকিস্তানকে স্পষ্ট বার্তা মোদির

জানা গিয়েছে, আপাতত অস্থায়ীভাবে অফিস ও আবাসনের ব্যবস্থা করতে হবে। সম্প্রতি সামশেরগঞ্জের গণ্ডগোলের পর এলাকার মানুষের কথা শোনার জন্য জঙ্গিপুরের মহকুমা শাসককে নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তখন থেকেই এসডিপিও অফিসে বসছেন জঙ্গিপুরের মহকুমা শাসক।

মুর্শিদাবাদের জেলা শাসক রাজর্ষি মিত্র বলেন, ‘প্রস্তাবিত ফরাক্কা মহকুমা নিয়ে রাজ্য থেকে তথ্য ও প্রস্তাব চেয়ে পাঠানো হয়েছে। আমরা দ্রুত সেই প্রস্তাব পাঠাব। এলাকার মানুষের কথা শোনার জন্য সামশেরগঞ্জে এসডিপিও অফিসে বসছেন জঙ্গিপুরের মহকুমা শাসক।’

বর্তমানে মুর্শিদাবাদ জেলায় বহরমপুর সদর, জঙ্গিপুর, লালবাগ, ডোমকল, কান্দি মহকুমা রয়েছে। নতুন ফরাক্কা মহকুমা হলে মহকুমা সংখ্যা জেলায় ৫ থেকে বেড়ে হবে ৬। আগেই মুর্শিদাবাদে দুটি পুলিশ জেলা হয়েছে। মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর পুলিশ জেলা। অনেক আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মুর্শিদাবাদ জেলাকে প্রশাসনিকভাবে ভেঙে জঙ্গিপুর জেলা করা হবে কাজের সুবিধার জন্য। নতুন মহকুমা ঘোষণা করলেও জেলার কথা এখনও ঘোষণা করেনি মুখ্যমন্ত্রী। এলাকার বাসিন্দারা চান মুখ্যমন্ত্রী জঙ্গিপুরকে দ্রুত প্রশাসনিকভাবে নতুন জেলা তৈরি করুক। এতে করে ফরাক্কা বা সামশেরগঞ্জ এর মতো প্রত্যন্ত জায়গা থেকে বহরমপুর যেতে সাধারণ মানুষের হয়রানি কমবে।

আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন