সুবিচার না পেলে আমি তৃণমূল ছেড়ে দেব, হুঁশিয়ারি সিদ্দিকুল্লা চৌধুরির

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরির উপর হামলার ঘটনায় পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছে । ধৃতরা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী বলে জানা গিয়েছে । কিন্তু তার পরও সন্তুষ্ট নন সিদ্দিকুল্লা ৷ সুবিচার না পেলে তিনি তৃণমূল থেকে ইস্তফা দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ৷

তবে তার আগে আগামী বৃহস্পতিবার (10 জুলাই) তিনি কলকাতায় এই ইস্যুতে মিছিল করার কথা জানিয়েছেন ৷ সেই মিছিল থেকে তিনি কলকাতা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ৷

কী বক্তব্য সিদ্দিকুল্লা চৌধুরির ?

তিনি বলেন, ‘‘সুবিচার না পেলে আমি দল ছেড়ে দেব । দল যদি কোনও বিচার না করে তাহলে এরকম দলের পরোয়া আমি করি না । আগামী 10 জুলাই কলকাতার বুকে আমি মিছিল বের করব । যদি থানার আইসি কিংবা পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে যদি কোনও ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে 10 জুলাই কলকাতার বুকে ভয়ংকর প্রতিবাদ মিছিল আমি বের করব ।’’

Siddiqullah Chowdhury

সিদ্দিকুল্লা চৌধুরিকে ঘিরে বিক্ষোভ৷ বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে৷

 

তিনি আরও বলেন, ‘‘মন্তেশ্বর থানার আইসির সামনে আমার গাড়ির কাঁচ ভাঙা হল । আমি অনুভব করছি পুলিশ যদি আমাদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হবে ? আমার নিজেরও আঘাত লেগেছে । কুসুমগ্রাম বাজার এখন গুন্ডাদের রাজধানী হয়ে গিয়েছে৷ সেখানেই পুলিশের সামনে মেরেছে । আমি কিন্তু শক্তি দেখাইনি । দলের ছেলেরা মার খাবে আর পুলিশ দেখবে ৷ এটা নিন্দনীয় এইভাবে গুন্ডাদের হাতে আমার ইজ্জত নিয়ে খেলা হলে আমি দল ছেড়ে দেব ।’’

সিদ্দিকুল্লাকে ঘিরে বিক্ষোভ

21 জুলাইয়ের প্রস্তুতি সভার জন্য সভাস্থল খতিয়ে দেখতে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বর যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী । মালডাঙা দিয়ে যাওয়ার সময় এলাকার মহিলারা ঝাঁটা হাতে তাঁর পথ আটকান । এছাড়া তৃণমূল কংগ্রেসের অন্য গোষ্ঠী কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাতে থাকে বলে অভিযোগ ।

অভিযোগ, তাঁরা সিদ্দিকুল্লা চৌধুরিকে চিটিংবাজ, ধাপ্পাবাজ, গো-ব্যাক স্লোগান দিতে থাকে । মহিলারা ঝাঁটা দেখিয়ে বলতে থাকেন, জঞ্জাল সাফ করার জন্য ঝাঁটা নিয়ে এসেছেন । সিদ্দিকুল্লা সামনে এলে তাঁরা মজা দেখিয়ে দেবেন ৷ বিক্ষোভকারীদের হটাতে গিয়ে সমস্যায় পড়ে পুলিশ । পরে পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দেয় ।

কাঠগড়ায় তৃণমূল নেতা আহমেদ হোসেন শেখ

সিদ্দিকুল্লা চৌধুরির উপরে হামলার ঘটনায় অভিযোগের আঙুল উঠছে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা আহমেদ হোসেন শেখের বিরুদ্ধে ৷ ওই নেতার বিরুদ্ধে সরব হয়েছেন স্বয়ং সিদ্দিকুল্লা ৷ তবে এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলেই দাবি করেছেন আহমেদ হোসেন শেখ ৷ উল্টে অশান্তির জন্য সিদ্দিকুল্লা চৌধুরীকেই দায়ী করেন তিনি ।

কী বলছেন আহমেদ হোসেন শেখ ?

মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বলেন, ‘‘গতকাল আমি গ্রামের বাড়িতে ছিলাম । সেখান থেকে বের হইনি । পুলিশ তদন্ত করে আমার মোবাইলের টাওয়ার লোকেশন কিংবা কললিস্ট চেক করলেই জানা যাবে আমি কোথায় ছিলাম ।’’

Siddiqullah Chowdhury

সিদ্দিকুল্লা চৌধুরিকে ঘিরে বিক্ষোভ৷ বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে৷ 

 

তিনি আরও বলেন, ‘‘ওই ঘটনার জন্য তো মন্ত্রী নিজেই দায়ী । কাল তো ওঁর কোনও মিটিং মিছিল ছিল না । তাহলে কাল কেন তিনি এসেছিলেন ? কাল তিনি অশান্তি করার জন্য মেমারি থেকে গুন্ডা বাহিনী নিয়ে এসে এলাকাকে অশান্ত করেন । ফলে সাধারণ মানুষ যাঁরা কোনোদিন তাঁকে দেখেননি, কোনও পরিষেবা পাননি, তাঁরা প্রতিবাদে সামিল হন । আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে ।’’

আরও পড়ুন:- বারবার দুঃস্বপ্ন দেখলে কি ঘটে ? রহস্য উদ্ঘাটন করলেন বিজ্ঞানীরা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন