সুস্থ জীবন যাপন করতে চান ? মেনে চলুন সেরা কিছু নীতি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : নিজে নিজে ভালো থাকার জন্য গুরুত্বপূর্ণ জাদুকরী উপায় গুলি কি কি ? যা পাল্টে দেবে জীবনের সকল ধাপ —

১.  প্রতিদিন আয়নায় তাকিয়ে বলুন—“তুই যথেষ্ট। তুই ভালোবাসার যোগ্য।”
যে নিজেকে ভালোবাসে, তাকে ভাঙা যায় না।

আরও পড়ুন : শিয়ালদা বিভাগে যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত লোকাল ট্রেন, কোন কোন রুটে? জেনে নিন

২. সকালে উঠেই মোবাইল নয়—এক কাপ চা, একটু সূর্য আলো আর একটা শান্ত শ্বাস—
দিনের শুরু যদি ভালো হয়, বাকিটাও মন্দ যায় না।

৩. ভিড়ের মধ্যে একাকীত্ব নয়, একাকীত্বের মধ্যে শান্তি খুঁজুন।
নিজের ভেতরের কণ্ঠকে শুনুন—ওই কণ্ঠ জানে আপনি আসলে কী চান।

৪. নতুন ভাষা, নতুন রান্না, নতুন বই—যাই হোক, শেখা মানে বেঁচে থাকা।
জীবন থেমে থাকলে মনও ধুলোমাখা হয়ে যায়।

৫. মানুষ না, মাঝেমধ্যে গাছপাতার সঙ্গ চাই।
শুধু ১৫ মিনিট সবুজের মাঝে থাকলেই মন হালকা হয়ে যায়, জানেন?

৬.  চোখ আছে দেখার জন্য, হৃদয় আছে ভালোবাসার জন্য—
এই জিনিস গুলো ফ্রি না, এগুলো আশীর্বাদ। প্রতিদিন ৩টা কৃতজ্ঞতা লিখুন—মনের জানালা খুলে যাবে।

৭. সব সম্পর্ক রাখতে হয় না। কিছু সম্পর্ক শুধু টানে, ভালো রাখে না।
সাহস করে বলুন—“আমি এখন নিজের শান্তিকে গুরুত্ব দিচ্ছি।”

৮. বৃষ্টির গন্ধ, পুরোনো গানের সুর, এক কাপ গরম চা—
এই ছোট ছোট খুশি গুলোই তো জীবনের আসল সম্পদ।

৯.  পুরোনো ভুল, ভাঙা স্বপ্ন, ব্যর্থতা—এসব পেছনে থাকুক।
আপনি এখনো শিখছেন, গড়ছেন, ভালো থাকছেন—এটাই বড় কথা।

১০.  সবাই বলবে “হবে না”, কিন্তু আপনি যদি বলেন “হবে”—
তাহলে হতেই হবে। কারণ আপনি নিজে নিজের পাশে থাকছেন।

আরও পড়ুন : পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন