Bangla News Dunia, Pallab : পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam terror attack) বিচার বিভাগীয় তদন্তের (Judicial probe) দাবিতে আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। বৃহস্পতিবার সেই আবেদনের (Petition) শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। এই ধরনের পদক্ষেপ সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে পারে জানানো হয়েছে। সেই সঙ্গে আবেদনকারীদের তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই ধরনের আবেদন দায়ের করার আগে বিষয়টির ‘সংবেদনশীলতা’ খতিয়ে দেখা উচিত ছিল।
আরও পড়ুন : এই ৩ অভ্যাস মানুষকে ধনী করে, আপনার একটাও আছে?
কাশ্মীরের তিন বাসিন্দা কাশ্মীরের ফতেহ কুমার সাহু, মহম্মদ জুনেইদ এবং ভিকি কুমার আবেদন জানিয়েছিলেন, যাতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পহেলগাঁও হামলার বিচারবিভাগীয় তদন্ত হয়। এছাড়াও কেন্দ্র, জম্মু-কাশ্মীর সরকার, সিআরপিএফ এবং এনআইএকে শীর্ষ আদালত নির্দেশ দিক যেন তারা কাশ্মীরের আমজনতাকে সুরক্ষিত রাখতে যথাযথ পরিকল্পনা তৈরি রাখেন।
এই আবেদনের প্রসঙ্গেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘এই ধরনের জনস্বার্থ মামলা দায়ের করার আগে দায়িত্বশীল হন। দেশের প্রতিও আপনার কিছু দায়িত্ব আছে। এই গুরুত্বপূর্ণ সময় যখন প্রতিটি ভারতীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একজোট হয়েছে। এই অবস্থায় সেনাবাহিনীর মনোবল ভেঙে দেবেন না। বিষয়টির সংবেদনশীলতা দেখুন।’ আবেদনকারীকে তিরস্কার করে তিনি আরও বলেন, ‘আমরা কবে থেকে তদন্তের দক্ষতা অর্জন করেছি? আপনি একজন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতিকে তদন্ত করতে বলছেন। তাঁরা কেবল বিচার করতে পারেন। তাই আদালত কোনও নির্দেশ দিতে পারবে না।’
আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়