সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখতে পারবেন ? জেনে নিন আয়কর দফতরের নতুন নিয়ম

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

টাকা জমানোর কি কোনও ঊর্ধ্বসীমা আছে?

প্রথমেই জেনে রাখা ভালো যে, আয়কর দফতরের নিয়ম অনুযায়ী আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার কোনও নির্দিষ্ট ঊর্ধ্বসীমা নেই। অর্থাৎ, আপনি যত খুশি তত টাকা আপনার অ্যাকাউন্টে জমা রাখতে পারেন, যদি সেই টাকার উৎস বৈধ হয় এবং আপনি তার যথাযথ হিসাব দিতে পারেন। আপনার আয়কর রিটার্নে (ITR) যদি সেই টাকার উল্লেখ থাকে এবং কর সঠিকভাবে পরিশোধ করা হয়ে থাকে, তাহলে সাধারণত কোনও সমস্যা হয় না।

আরও পড়ুন : যৌন সমস্যায় সন্তানহীনতা ? স্থায়ী সমাধান হোমিওপ্যাথি চিকিৎসা

কখন ব্যাংক আপনার তথ্য আয়কর দফতরকে জানায়?

এখানেই আসে গুরুত্বপূর্ণ বিষয়টি। যদিও টাকা রাখার কোনও সীমা নেই, কিছু বিশেষ লেনদেনের ক্ষেত্রে ব্যাংকগুলি নিজে থেকেই সেই তথ্য আয়কর দফতরকে জানাতে বাধ্য থাকে। একে বলা হয় স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনস (SFT)।

  • নগদ জমার ক্ষেত্রে: যদি কোনও ব্যক্তি একটি অর্থবর্ষে তাঁর এক বা একাধিক সেভিংস অ্যাকাউন্টে মোট ১০ লক্ষ টাকা বা তার বেশি নগদ টাকা জমা করেন, তাহলে ব্যাংক সেই তথ্য আয়কর দফতরকে জানায়। শুধু সেভিংস অ্যাকাউন্টই নয়, এই নিয়ম অন্যান্য অ্যাকাউন্টের (কারেন্ট অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিট বাদে) ক্ষেত্রেও প্রযোজ্য।।

আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন