সেভিংস একাউন্টে মাসে ৭% সুদ পাবে গ্রাহকরা ! RBI-র ঘোষণায় খুশির হাওয়া

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

২০২৫ সালের প্রথম থেকেই ভারতের রিজার্ভ ব্যাংক (RBI) বড়সড় ঘোষণা করল সেভিংস একাউন্টে সুদ নিয়ে। এবার আর তিন মাস বা ছয় মাস অপেক্ষা নয়, মাসে মাসে ৭% পর্যন্ত সুদ মিলবে আপনার ব্যাংক একাউন্টে। এই সিদ্ধান্ত গ্রাহকদের জন্য যেমন লাভ জনক, তেমনি ব্যাংক গুলির প্রতিযোগিতাও বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই সম্পর্কে আরও কিছু তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে

সেভিংস একাউন্টে প্রতি মাসে ৭% পর্যন্ত সুদের সুবিধা!

বর্তমানে অধিকাংশ ব্যাংক ২.৫% থেকে ৪% সুদ দিচ্ছে সেভিংসে, মূল্য বৃদ্ধির তুলনায় এই হার যথেষ্ট কম, ফলে সাধারণ মানুষ আগ্রহ হারাচ্ছিল সেভিংসে, RBI এর নতুন পদক্ষেপ মানুষের সঞ্চয়ে উৎসাহ দেবে এবং ব্যাংকিং ব্যবস্থাকেও আরও মজবুত করবে। আর মাসে মাসে সুদ পেলে মানুষ আর সেভিংস একাউন্টের ওপর থেকে নিজেদের ভরসা হারাবে না এমনটাই মনে করছেন অনেকেই।

কোন ব্যাংকে কত শতাংশ সুদ পাওয়া যাবে?

  • 1 লক্ষ টাকা পর্যন্ত জমা রাখলে 3.25% সুদ মিলবে।
  • 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত জমা রাখলে 3.5% সুদ মিলবে।
  • 5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত জমা রাখলে 5% সুদ মিলবে।
  • 10 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত জমা রাখলে 6.5% সুদ মিলবে।
  • 25 লক্ষ টাকা থেকে 3 কোটি টাকা পর্যন্ত জমা রাখলে 7% পর্যন্ত সুদ মিলবে।
  • 3 কোটি টাকা থেকে 7.5 কোটি টাকা পর্যন্ত রাখলে 6.5% হারে সুদ মিলবে।
  • 7.5 কোটি টাকা থেকে 50 কোটি টাকা পর্যন্ত রাখলে 6.25% হারে সুদ মিলবে।
  • 50 কোটি টাকা থেকে 200 কোটি টাকা পর্যন্ত রাখলে 6% পর্যন্ত সুদ মিলবে।

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন