সেভেন সিস্টার্স দখলে চিনকে সাহায্য করুক বাংলাদেশ, মন্তব্য প্রাক্তন সেনা আধিকারিকের

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-ভারত-পাকিস্তানের মধ্যে উত্তপ্ত কূটনৈতিক সম্পর্কের আবহে বাংলাদেশকে চিনের পক্ষ নিয়ে ভারতের জমি দখলের উপদেশ দিলেন প্রাক্তন বাংলাদেশি সেনা আধিকারিক ৷

বাংলাদেশকে তাঁর পরামর্শ, পহেলগাঁওয়ের জঙ্গি হামলার জবাবে ভারত যদি পাকিস্তানে সামরিক আক্রমণ করে, তাহলে বাংলাদেশ যেন চিনের সঙ্গে জোট বেঁধে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলি দখল করে নেয় !

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এএলএম ফজলুর রহমান সোশাল মিডিয়ায় বাংলাদেশকে এই পরামর্শ দিয়েছেন ৷ তিনি বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ বলে মত রাজনৈতিক মহলের একটা অংশের ৷ এদিকে তাঁর এই বিতর্কিত মন্তব্য থেকে দূরত্ব রচনা করেছে ইউনূস প্রশাসন ৷

গত মঙ্গলবার ফেসবুক পোস্টে রহমান লেখেন, “ভারত, পাকিস্তানে হামলা চালালে, তখন উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যের দখল নিতে হবে বাংলাদেশকে ৷ আমার মনে হয়, এই বিষয়ে চিনের সঙ্গে এখনই আলোচনায় বসুক বাংলাদেশ ৷ দু’দেশের সেনার মধ্যে এই বিষয়ে একটি যৌথ চুক্তি করা উচিত ৷”

আরও পড়ুন:- ভারতের এই ১০ বিপজ্জনক অস্ত্রের সামনে পাকিস্তান মাথা তুলতেই পারবে না, ছবিসহ লিস্ট দেখে নিন

গত ডিসেম্বর মাসে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এএলএম ফজলুর রহমানকে ‘ন্যাশনাল ইন্ডিপেনডেন্ট কমিশন’-এর চেয়ারম্যান নিযুক্ত করেছে ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী প্রশাসন ৷ 2009 সালে ফেব্রুয়ারির শেষে ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর (বাংলাদেশ রাইফেলস)-দের একটি দল বিদ্রোহ করে ৷ তাতে বেশ কয়েকজনের মৃত্যু হয় ৷ এই ঘটনা পিলখানা হত্যাকাণ্ড বা বাংলাদেশ রাইফেলস রিভল্ট হত্যাকাণ্ড নামেও পরিচিত ৷ তারই তদন্ত করছে কমিশন ৷

এমন ভারত-বিরোধী মন্তব্য থেকে দূরত্ব বজায় রেখেছে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন ৷ শুক্রবার বাংলাদেশের বিদেশ মন্ত্রক একটি বিবৃতিতে জানায়, “এই মন্তব্যগুলি বাংলাদেশ সরকারের নীতির প্রতিফলন নয় ৷ সরকার এই মন্তব্যকে কোনওভাবে সমর্থন করে না ৷ স্বীকৃতিও দেয় না ৷” ঢাকা ট্রিবিউন সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সরকার তার কর্মচারীদের প্রাক্তন সেনা আধিকারিক রহমানের এহেন ব্যক্তিগত মতামত থেকে দূরে থাকার আর্জি জানিয়েছে ৷ মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, বাংলাদেশ সব রাষ্ট্রের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ ৷

গত বছরের 5 অগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে ৷ পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলায় আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন ৷ ভারতের প্রতিবেশী চিনের সঙ্গেও বাংলাদেশের সুসম্পর্ক গড়ে তুলতে চান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনূস ৷

আরও পড়ুন:- জমি রেজিস্ট্রির জন্য নতুন নিয়ম কার্যকর হয়ে গেল, বিশদে বুঝে নিন

 

আরও পড়ুন:- PNB-র এই সিদ্ধান্তে কোটি কোটি গ্রাহকের মাথায় হাত! জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন