Bangla News Dunia, Pallab : আজ, ৩ জুন ২০২৫ তারিখে কলকাতার বাজারে সোনার দাম (Gold Rate Today) কি হালে আছে? যারা বেশ কিছু দিন ধরে সোনা কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এখনই সময় সঠিক হতে পারে। এখন বিয়ের মরশুম চলার কারণের জন্য অনেকটাই এই সোনালি ধাতুর দাম বৃদ্ধি পেয়েছে এবং এই জন্য অনেকের বাজেট একেবারে বিগড়ে যাচ্ছে আর এই জন্য এখন কিছুটা হলেও সুবিধা হবে সকলের এমনটাই মনে করা হচ্ছে (Gold as an Investment).
আরও পড়ুন : LPG সিলিন্ডার থেকে PF, UPI, ফিক্সড ডিপোজিট ! বদলে যাচ্ছে বহু নিয়ম
Hallmark Gold Rate Today
আজকের সোনার দাম কত? এই প্রশ্নের উত্তর আজকে জানিয়ে দিতে চলেছি। ২২ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ৯০,৮০০ টাকা ও ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ৯৯,০৬০। গতকালের তুলনায় ২২ ক্যারেট সোনার দাম আজ কিছুটা হলেও ঊর্ধ্ব মুখি যা মাঝারি আয়ের মানুষের জন্য ইতিবাচক দিক একদমই নয় বলা চলে। আর অনেকদিন দাম কম থাকার পর আজকে ফের দাম বৃদ্ধি পেয়েছে।
বিশ্ব বাজারে সোনার দর পতনের (Gold Rate Today) কারণে ভারতীয় বাজারেও তার প্রভাব পড়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম গত ৪ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরের কাছাকাছি রয়েছে। কিন্তু ডলারের মান কিছুটা দুর্বল হওয়ায় দেশের বাজারে দাম সামান্য কমেছে। গত এক সপ্তাহ ধরে সোনার দাম ওঠানামা করছে। তবে আজকের হ্রাস মধ্যবিত্ত শ্রেণির জন্য বড় সুযোগ।
কারণ এই শ্রেণির মানুষ সাধারণত বিয়ের গয়না, উপহার কিংবা বিনিয়োগের জন্য সোনা কিনে থাকেন। দাম কম থাকা মানে এক সঙ্গে বেশি সোনা কেনার সুযোগ। আর ফের রমরমিয়ে বিয়ে শুরু হয়ে গেলে ফের একবারর জন্য এই দাম অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
আরো পড়ুন : ‘মিনিমাম ব্যালেন্স’-এর নিয়ম তুলে দিল এই সরকারি ব্যাঙ্ক ! বড় স্বস্তি গ্রাহকদের