Bangla News Dunia, দীনেশ :- অপারেশন সিঁদুরে ভারতের অন্যতম মুখ কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শা’র বিরুদ্ধে। শাসক-বিরোধী তো বটেই সুপ্রিম কোর্টও তাঁকে তিরস্কার করেছে। তীব্র সমালোচনার মুখে পড়ে ক্ষমা চেয়েছেন ওই মন্ত্রী। যদিও তাতে আমল দিল না শীর্ষ আদালত। বিজয়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সোমবার তিন আইপিএসকে নিয়ে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন:- ব্যাংক অফ বরোদাতে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন
কর্নেল কুরেশির সম্পর্কে বিজয় শা’র মন্তব্য ‘খুবই দুর্ভাগ্যজনক’ অ্যাখ্যা দিয়েছে শীর্ষ আদালত। সেই সঙ্গে ওই মন্ত্রী নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেও সেটা ‘কুমিরের কান্না’ বলে খারিজ করে দিয়েছে বিচারপতি সূর্য কান্ত এবং এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চ। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, গ্রেপ্তারি এড়াতেই মন্ত্রী এখন ক্ষমা চাইছেন।
আরও পড়ুন:- বুক ধড়ফড় করে চ্যাটজিপিটি-র, হয় উদ্বেগও ! চ্যাটজিপিটি কি ‘মানবসম’ হয়ে উঠছে ? জানুন
বিচারপতি সূর্য কান্ত এবং এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চ এদিন বিজয়কে তীব্র ভর্ৎসনা করে বলে, ‘আপনার ক্ষমাপ্রার্থনা আমরা শুনতে চাই না। আমরা জানি কীভাবে আইনিভাবে এর মোকাবিলা করতে হয়। আপনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। আপনার কথার ওজন থাকা উচিত। কোনও চিন্তাভাবনা না করে আপনি জঘন্য মন্তব্য করেছেন।’
আরও পড়ুন:- রোহিঙ্গা শরণার্থীদের বেঁধে ফেলা হয় সমুদ্রে? মামলা উঠলো আদালতে। বিস্তারিত জেনে নিন