Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সোশাল মিডিয়ায় পাকিস্তানের জয়গান করায় যুবককে গণধোলাই দিলেন ব্যবসায়ীরা। পরে তাঁকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার জেলা সদর বারাসতে। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম আরাবুল ইসলাম। তাঁর বাড়ি মুর্শিদাবাদে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে মুর্শিদাবাদের বাসিন্দা আরাবুল বারাসতের গোবিন্দ ব্যারাক এলাকায় একটি সোনার দোকানে কর্মী হিসেবে কাজে নিয়েছিলেন। বারাসতেই থাকতেন তিনি। কাশ্মীরে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সংঘর্ষ শুরু হয়েছে। এই আবহে শুক্রবার রাতে আরাবুল সামাজিক মাধ্যমে পাকিস্তানের জয়গান করে একটি পোস্ট করে। স্থানীয় ব্যবসায়ীরা তা লক্ষ্য করেন।
শনিবার দুপুরে তাঁরা সোনার দোকানে গিয়ে আরাবুলকে সোশাল মিডিয়া থেকে ওই পোস্ট মুছে ফেলতে বলেন। কিন্তু আরাবুল তাতে রাজি হননি বলে অভিযোগ। উল্টে ব্যবসায়ীদের সামনেই পাকিস্তানের পক্ষে সওয়াল করতে থাকেন তিনি। তাতে উত্তেজিত হয়ে ওঠেন বাসিন্দারা। তাঁরা তখন আরাবুলকে মারধর শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর, ক্ষিপ্ত জনতার হাত থেকে কোনোরকমে যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় থানায়। পরে, ব্যবসায়ীদের অভিযোগ পেয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন:- মুখোমুখি না পেরে অন্য ‘শয়তানি’ পাকিস্তানের, বিস্তারিত জেনে নিন
এই বিষয়ে স্থানীয় স্বর্ণ শিল্প ব্যবসায়ী সমিতির সহকারী সম্পাদক মহাদেব সিংহ বলেন, “আরাবুল আমাদের এখানে কয়েক মাস হল কাজ করতে এসেছে। ওর বাড়ি মুর্শিদাবাদে। সেখানে ও মাদ্রাসায় পড়াশোনা করেছে। ওর কার্যকলাপ আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। আমরা পুলিশকে তা জানিয়েছি। পুলিশ তাকে গ্রেফতার করেছে।”
এদিকে, ধৃত আরাবুলকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। সামাজিক মাধ্যমে তিনি কেন পাকিস্তানের পক্ষে জয়গান করলেন তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া। তিনি বলেন, “ওই যুবকের সঙ্গে নিষিদ্ধ কোনও সংগঠনের যোগাযোগ আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
আরও পড়ুন:- কেন পাকিস্তানের মতো ধসে যায়নি ভারতের শেয়ার বাজার? কারণ জেনে নিন