Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দু’বছর আগে বড়দিনে মেয়ে রাহাকে সকলের সামনে আনেন রণবীর কাপুর-আলিয়া ভাট ৷ এরপর পাপারাৎজিদের নয়নের মণি হয়ে ওঠেন রাহা কাপুর ৷ বিমানবন্দর থেকে পারিবারিক অনুষ্ঠান ছবি শিকারীদের নজরে থাকত রাহার গতিবিধি ৷ এবার সেই নজরদারিতে যেন লাগাম টানলেন মা আলিয়া ভাট ৷ সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মেয়ে রাহার সমস্ত ছবি মুছলেন অভিনেত্রী ৷ মিষ্টি রাহার ছবি ডিলিট হতেই প্রশ্নবাণ নেটপাড়ায় ৷
এএনআইয়ের খবর অনুযায়ী, আলিয়া ও রণবীর মেয়ে রাহার ব্যক্তিগত পরিসর গোপন রাখতে চাইছেন বলে মনে করা হচ্ছে ৷ ‘রাজি’ অভিনেতা শনিবার সকালে আচমকাই মেয়ে রাহার মুখ দেখা যাচ্ছে এমন সব ছবি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে মুছে দিয়েছেন ৷ অভিনেত্রীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করলে দেখা যায়, এই মুহূর্তে রাহার মুখ দেখা যাচ্ছে এমন কোনও ছবি আর নেই ৷ এমনকী, প্যারিসে রাহা ও পরিবারকে নিয়ে ছুটি কাটানোর মুহূর্ত থেকে শুরু করে জামনগরে আম্বানিদের অনুষ্ঠানে রাহার অংশগ্রহণের সব ছবি মুছে গিয়েছে সোশাল মিডিয়া থেকে ৷
আরও পড়ুন:- রাজ্যে অষ্টম শ্রেণী পাশে প্রচুর পদে চাকরি। নূন্যতম মাসিক বেতন 12,000 টাকা। বিস্তারিত দেখে নিন
সম্প্রতি রণবীর কাপুরের মা নীতু কাপুরও প্যাপদের কাছে অনুরোধ করেছিলেন রাহার ছবি যেন না তোলা হয় ৷ একই ভাবে, করিনা কাপুর খানও এর আগে আলোকচিত্রশিল্পীদের কাছে অনুরোধ করেছিলেন তাঁদের ছবি তুললেও যেন খুদেদের ছবি না তোলা হয় ৷ রণধীর কাপুরের জন্মদিনের অনুষ্ঠানে তৈমুর ও জেহ-র ছবি তুলতে যান পাপারাৎজিরা ৷ সেইসময় করিনা তাঁদের বারণ করে বলেন, “আমার ছবি তুলে দয়া করে আপনারা চলে যান ৷ বাচ্চাদের ছবি নেবেন না ৷”
2022 সালের এপ্রিলে বিয়ের বন্ধনে আবদ্ধ হন আলিয়া-রণবীর ৷ দীর্ঘ দিনের প্রেম পায় পরিণতি ৷ সেই বছরের সেপ্টেম্বরে জন্ম হয় মেয়ে রাহার ৷ 2023 সালের ক্রিসমাসে সকলকে চমকে দিয়ে রাহাকে প্রথমবার সামনে আনেন ‘ব্রহ্মাস্ত্র’ জুটি ৷ এরপর বিভিন্ন জায়গায় ক্যামেরাবন্দি হতে থাকেন রাহা ৷ এমনকী, প্যাপদের দেখে হাত নাড়াও শিখে যান ছোট্ট রাহা ৷ কিন্তু এবার পাপারাৎজিদের সামনে রাহা এলেও আর তার ছবি তুলতে পারবেন না তারা ৷
উল্লেখ্য, সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে দেখা যাবে আলিয়াকে ৷ 2007 সালে সঞ্জয়ের হাত ধরে রণবীর কাপুর বিটাউনে পা রাখেন ৷ ছবির নাম ছিল ‘সাওয়ারিয়া’ ৷ অন্যদিকে, বনশালির সঙ্গে ভিকির এটা প্রথম কাজ ৷ অন্যদিকে, 2007 সালে আলিয়া বনশালির সঙ্গে কাজ করেছেন ‘গাঙ্গুবাই কোঠিয়াবাড়ি’ ছবিতে ৷ এখন এই তিন তারকাকে একসঙ্গে দেখা যাবে সঞ্জয় লীলা বনশালির পরবর্তী ছবিতে ৷
আরও পড়ুন:- দেদার AC চালিয়েও বিল কম আসবে, জেনে নিন সিক্রেট টিপস
আরও পড়ুন:- চিনকে ধাক্কা দিতে অস্ট্রেলিয়া আর আফ্রিকাতে এই জিনিসের খোঁজ চালাচ্ছে ভারত, জানতে বিস্তারিত পড়ুন