সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার নৌসেনা অফিসারের স্ত্রী ! পাশে দাঁড়াল জাতীয় মহিলা কমিশন

By Bangla News Dunia Dinesh

Published on:

indian navy

Bangla News Dunia, দীনেশ :- পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) নিহত নৌসেনা অফিসার (Navy officer) বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশী (Himanshi Narwal) সম্প্রতি আর্জি জানিয়েছিলেন, যাতে সাধারণ মুসলিম এবং কাশ্মীরিদের বিরুদ্ধে ঘৃণা না ছড়ানো হয়। এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় কড়া ট্রোলিংয়ের (Trolled) শিকার হয়েছেন তিনি। এই পরিস্থিতিতে এবার হিমাংশীর পাশে দাঁড়িয়ে মুখ খুলেছে জাতীয় মহিলা কমিশন (NCW)। হিমাংশীকে যেভাবে সমালোচনা করা হচ্ছে, তা ‘দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়’ বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গে টোটো নিয়ে নতুন নিয়ম চালু, জানা জরুরি

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গিদের গুলিতে নৌসেনা অফিসারের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ হিমাংশীর পাশে এসে দাঁড়িয়েছিলেন। তবে সম্প্রতি হিমাংশী বলেছিলেন, ‘দয়া করে আপনারা কারও বিরুদ্ধে কোনও ঘৃণা ছড়াবেন না। কিন্তু আমি দেখেছি মুসলিম কিংবা কাশ্মীরিদের বিরুদ্ধে এটা করা হচ্ছে। আমরা এটা চাই না। আমরা শান্তি এবং ন্যায়বিচার চাই। যারা অন্যায় করেছে তাদের শাস্তি দেওয়া উচিত।’ এই মন্তব্যের পরই হিমাংশীর প্রতি নেটিজেনদের সমর্থন মুহূর্তের মধ্যেই সমালোচনায় পরিণত হয়। আপত্তিকর ভাষায় তাঁকে ট্রোল করা হয়।

আরও পড়ুন:- মে মাসে ট্রেনের টিকিট বুকিংয়ে নিয়ম বদলেছে, না জানা থাকলে জেনে নিন

হিমাংশীর প্রতি নেটিজেনদের এই আচরণের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই। এবার তাঁর পাশে এসে দাঁড়াল জাতীয় মহিলা কমিশনও। কমিশনের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের মৃত্যুর পর, তাঁর স্ত্রী হিমাংশী নারওয়ালের একটি মন্তব্যের কারণে সোশ্যাল মিডিয়ায় যেভাবে তাঁকে সমালোচনা করা হচ্ছে তা দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। একজন মহিলার আদর্শিক প্রকাশ বা ব্যক্তিগত জীবনকে নিয়ে এভাবে ট্রোল করা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।’ জাতীয় মহিলা কমিশন আরও বলেছে যে, ‘মতবিরোধ সর্বদা শালীনতার সঙ্গে এবং সাংবিধানিক সীমার মধ্যে প্রকাশ করা উচিত।’

আরও পড়ুন : দেদার প্যারাসিটামল খেলে কী বিপদ? বড়সড় রোগ পাকার আগে জানুন

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন