স্টক মার্কেটে দীর্ঘমেয়াদি লগ্নির পরিকল্পনা করছেন? কিনতে পারেন এই ৬ স্টক

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

midcap stocks groth

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্টক মার্কেটে বিনিয়োগ করলে তার জন্য যথাযথ পরিকল্পনা করা একান্ত প্রয়োজনীয়। বিশেষজ্ঞরাও এই পরামর্শ প্রায়শই দিয়ে থাকেন। কিন্তু অনেক লগ্নিকারীই কোনও পরিকল্পনা ছাড়াই টাকা ঢালেন বাজারে। তার পর সেই লগ্নি থেকে যতটা রিটার্নের আশা রাখেন, তা না পেলেই হতাশ পড়েন।

তাই আপনার লগ্নির ধরন কী হবে, তা নিজেকেই ঠিক করতে হবে। প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শও নিতে পারেন। অর্থাৎ শেয়ার বাজারে স্বল্প সময়ে লাভের উদ্দেশ্যে টাকা বিনিয়োগ করবেন, না দীর্ঘমেয়াদি বিনিয়োগ করে সম্পদ সৃষ্টির দিকে নজর দেবেন, তা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু লগ্নির আগেই সেই লক্ষ্য ঠিক করে নিতে হবে।

কয়েকটি স্টকের কথা জানানো হয়েছে এই প্রতিবেদনে। স্টক মার্কেটে দীর্ঘমেয়াদি লগ্নির মাধ্যমে যদি আপনি যদি সম্পদ তৈরির পরিকল্পনা করে থাকেন, তাহলে নজর রাখতে পারেন এই সব মিড ক্যাপ স্টকে। স্টক রিপোর্ট প্লাসের বিশেষজ্ঞরা বিভিন্ন প্যারামিটার বিশ্লেষণ করে বেছে নিয়েছেন এই সমস্ত স্টক। অতীতে স্টকের পারফরম্যান্স, সংস্থার ফিনান্সিয়াল রিপোর্ট, যে সেক্টরের স্টক তার ভবিষ্যৎ- এ রকম একাধিক ফ্যাক্টর দেখে ওই সমস্ত মিড ক্যাপ স্টক কেনার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউল্যান্ড ল্যাবস: এই সংস্থার স্টকের দাম ১১ হাজার ৯৪১ টাকা।

কিরলোস্কার নিউম্যাটিক: এই সংস্থার স্টকের দাম ১ হাজার ১২০ টাকা।

তিলকনগর ইন্ডাস্ট্রিজ়: এই সংস্থার স্টকের দাম ২৯২ টাকা।

এসকেএফ ইন্ডিয়া: এই সংস্থার স্টকের দাম ৩ হাজার ৯২৫ টাকা।

জ়েন টেকনোলজিস: এই সংস্থার স্টকের দাম ১ হাজার ৩৯১ টাকা।

ক্যামস: এই সংস্থার স্টকের দাম ৩ হাজার ৮২৮ টাকা।

(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- ১ লক্ষ ফুট উচ্চতায় বেলুন ওড়াল নাসা, কারণটা খুব গুরুত্বপূর্ণ, জেনে নিন

আরও পড়ুন:- শিশুদের হেলথ ড্রিঙ্কস খাওয়ানো কি ভাল? জানুন কী বলছেন ডাক্তাররা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন