স্টেট ব্যাংকের জনপ্রিয় প্রকল্পে মিলছে প্রচুর সুদ ! সারাজীবন টেনশন ফ্রি থাকুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, Pallab : দেশের বৃহত্তম রাষ্ট্রয়াত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রকল্পগুলি (SBI Scheme) চিরকাল জনসাধারণের স্বার্থে পরিচালিত হয়েছে। সেই সকল প্রকল্পগুলিতে উচ্চাহারে সুদ প্রদান করা হয়। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হল এসবিআই অমৃত কলস প্রকল্পে (SBI Amrit Kalas Scheme) বিনিয়োগ করলে সুদ পাবেন ৭.১০% হারে। আসুন বিনিয়োগ করার আগে এই প্রকল্প সম্পর্কে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন : লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা ও কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা ! বাড়ছে টাকা, কবে একাউন্টে ঢুকবে ? দেখুন

SBI Scheme Investment Benefits 2025

আমরা মাঝেমধ্যেই স্টেট ব্যাংকের বিভিন্ন প্রকল্প সম্পর্কে আলোচনা করে থাকি। ঠিক তেমনভাবেই অমৃত কলস প্রকল্প সম্পর্কে আলোচনা করা হচ্ছে। যেহেতু এই প্রকল্পে সুদের হার অনেকটাই বেশি তাই এই প্রকল্পটিতে জমাকৃত অর্থের রিটার্ন পাওয়ার পরিমাণ বেশি হয়। বর্তমানে এই প্রকল্পে আপনি যদি টাকা বিনিয়োগ করেন, তাহলে কিভাবে কী করবেন? বিনিয়োগের আগে বিস্তারিত জানুন।

কিভাবে বিনিয়োগ করলে লাভবান হবেন?

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর ফলে, সমস্ত ধরনের ঋণ আগের চাইতে অনেক বেশি সস্তা হয়ে গিয়েছে। আবার, ফিক্সড ডিপোজিট (FD)-এর মতো সঞ্চয় প্রকল্পগুলিতে আগের তুলনায় সুদের হার অনেকটা কমে গিয়েছে। তবে, এখনো পর্যন্ত নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের এফডি স্কিম থেকে চমৎকার রিটার্ন পাওয়া যাচ্ছে। তেমনই একটি স্কিম হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) অমৃত কলস স্কিম। এই প্রকল্পে আপনি ১ লক্ষ টাকা জমা করেই সেখান থেকে ২২,৪১৯ টাকার নির্দিষ্ট সুদ পেতে পারেন।

অমৃত কলস প্রকল্পে সুদের হার কত?

স্টেট ব্যাঙ্কের অমৃত কলস (SBI Amrit Kalash) ফিক্সড ডিপোজিট স্কিমে মিলছে মোটামুটি ৭.১০ শতাংশ পর্যন্ত সুদ। এই ব্যাংক গ্রাহকদের ফিক্সড ডিপোজিটে ৩.৩০ শতাংশ থেকে শুরু করে সর্বাধিক ৭.১০ শতাংশ পর্যন্ত সুদ অফার করছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) তে অ্যাকাউন্ট খুলে সেখানে সাত দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত মেয়াদের এফডি করা যায়। তার জন্য আপনাকে নিকটবর্তী ব্যাংকের শাখায় যেতে হবে।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন