স্টেট ব্যাংকের সবচেয়ে লাভজনক স্কিম ! বিনিয়োগে দিচ্ছে দ্বিগুণ লাভ

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতীয় স্টেট ব্যাঙ্কের (SBI) প্রতি আস্থা আছে প্রচুর মানুষের। এখানে অ্যাকাউন্ট খোলা, ভিন্ন ভিন্ন প্রকল্পে টাকা বিনিয়োগ করার চিন্তাভাবনা করেন সকলেই। তার মধ্যেও মানুষ খোঁজ করেন যে কোন প্রকল্পে টাকা রাখলে দ্বিগুণ লাভ পাওয়া যাচ্ছে। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করে নেব স্টেট ব্যাংকের (State Bank of India) এমনই একটি স্কিম (SBI Scheme) সম্পর্কে যেখানে টাকা বিনিয়োগে দিচ্ছে দ্বিগুণ লাভ। অতএব আপনিও হবেন কোটিপতি।

আরও পড়ুন : LPG সিলিন্ডার থেকে PF, UPI, ফিক্সড ডিপোজিট ! বদলে যাচ্ছে বহু নিয়ম

SBI Best Investment Scheme 2025

বর্তমানে অনেকেই বিনিয়োগের সঠিন রাস্তা খুঁজছেন। টাকা রেখে নিশ্চিন্ত হতে চাইছেন। কিন্তু ব্যাংক, পোস্ট অফিসের একাধিক স্কিম থাকা সত্ত্বেও কোথায় টাকা বিনিয়োগ করলে নিরাপদে ভালো রিটার্ন আসবে, সেটাই প্রশ্ন থেকেই যায়। বিশেষ করে সিনিয়র সিটিজেন মানুষদের জন্য একটি নির্দিষ্ট স্কিমের বর্ণনা রইল আজকের প্রতিবেদনে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতেই এই স্কিমের সুবিধা মিলবে।

স্টেট ব্যাংকের স্কিমে দ্বিগুণ রিটার্ন!

বর্তমানে ভারতীয় স্টেট ব্যাঙ্ক একটি স্কিম অফার করছে সিনিয়র সিটিজেনদের। আর সেই স্কিমটি হল স্টেট ব্যাংক ফিক্সড ডিপোজিট স্কিম (SBI Fixed Deposit). স্টেট ব্যাংক 10 বছরের জন্য ফিক্সড ডিপোজিটে 7.30% হারে সুদ দিচ্ছে। এই বিশেষ স্কিমে সুদের হার আর নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী সুদের উপর ফের সুদ যোগ করে তার উপর দীর্ঘমেয়াদে বিশাল অংকের ফান্ড তৈরি করা যাচ্ছে। এটিকে বিনিয়োগের অন্যতম সেরা স্কিম বলেও উল্লেখ করা হচ্ছে।

আরো পড়ুন : ‘মিনিমাম ব্যালেন্স’-এর নিয়ম তুলে দিল এই সরকারি ব্যাঙ্ক ! বড় স্বস্তি গ্রাহকদের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন