স্বামীজির কিছু বিখ্যাত উক্তি বদলে দেবে জীবন ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- স্বামীজির কিছু বিখ্যাত উক্তি বদলে দেবে জীবন ! ১৮৬৩ সালের ১২ জানুয়ারি উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে জন্মগ্রহণ করেছিলেন মহান হিন্দু সন্ন্যাসী ও দার্শনিক স্বামী বিবেকানন্দ। যার আজকে ১৫৮ তম জন্মদিন। মহান সন্ন্যাসী শ্রী রামকৃষ্ণ পরমহংসের শিষ্য হিসাবে ভারতে হিন্দু ধর্মের পুন র্জাগরণ ঘটানোর অন্যতম ছিলেন স্বামীজি। বিদেশেও তিনি হিন্দু ধর্ম, বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে ভূমিকা নিয়েছিলেন। তার কিছু বিখ্যাত উক্তি বদলে দেবে সবার জীবন।

এক নজরে দেখুন ——

১. আমরা যত অন্যের ভাল করব, তত আমাদের মন বিশুদ্ধ হবে তাতে ঈশ্বর বিরাজ করবেন।

২. নিজেদের বিশ্বাসকে যদি বিস্তৃত ভাবে শিক্ষিত করার অনুশীলন করতে পারো তাহলে আমি নিশ্চিত একটা বৃহত অংশের কুফল ও দুর্দশা কমবে।

৩. প্রকৃত সাফল্যের ও সত্যিকারের সুখের আসল রহস্য হল কোনো পুরুষ বা মহিলার কাছে কোনও ফেরতের প্রত্যাশা কোরো না। একজন নিখুঁত নিঃস্বার্থ ব্যক্তিই সবচেয়ে সফল।

আরো পড়ুন :- শিকাগোর বিশ্ব মঞ্চে স্বামীজী ! পড়ুন যুগাবতার বিবেকানন্দ

৪. নিজেকে অন্তরের ভিতর থেকে বড় হতে হবে। কোনো ব্যাক্তি তোমাকে শিক্ষিত করতে পারবে না। তোমাকে কোনো ভাবেই আধ্যত্মিক বানাতে পারবে না। নিজ আত্মার চেয়ে বড় শিক্ষক জগতে কেউ নেই।

৫. কাউকে দোষারোপ করো না। যদি কারোকে সাহায্য করতে পারো তবে এগিয়ে হাত বাড়াও সেটা না পারলে হাত গুটিয়ে রাখ। অন্যদের নিজেদের পথে এগিয়ে যেতে দাও।

এই সব মহান উক্তি আজও জগতের কাছে অমূল্য।

Highlights

1. স্বামীজির কিছু বিখ্যাত উক্তি বদলে দেবে জীবন !

2. এই সব মহান উক্তি আজও জগতের কাছে অমূল্য

#Swamiji #India

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন