Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- স্বামীজীর জীবনের কিছু অজানা কাহিনি ! স্বামী বিবেকানন্দের জীবনের বহু ঘটনাই জানেন। আবার কিন্তু বহু ঘটনা আছে যা একদম জানা যায় না। নিজের প্রতি বিশ্বাস , সমস্যায় বিরুদ্ধে বুক চিতিয়ে লড়া, জাতীয়তাবাদের ভাবনা, সমাজের সকলকে এক করার অনুপ্রেরণা এই মহান বাঙালি ব্যাক্তিত্বের কাছ থেকেই পাওয়া।
এক নজরে দেখুন অজানা স্বামীজী ——-
১. একদিন হরিদ্বার যাওয়ার সময় শরৎচন্দ্র গুপ্ত নামে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের সাথে সাক্ষাৎ হয় স্বামীজির। একনজরে দেখেই শরত বুঝতে পারেন ইনি সামান্য ব্যক্তি নন। স্বামীজিকে সঙ্গ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন শরৎ। নাছোড় শরৎকে দীক্ষা দেন স্বামীজী। স্বামী সদানন্দ নাম দেন তারা। সদানন্দ ওরফে শরৎচন্দ্র গুপ্ত বলতেন, স্বামী বিবেকানন্দের চেয়ে বড়ো গুরু কেউ হয় না।
২. তার পরম গুরু তথা মহান সন্ন্যাসী শ্রী শ্রী রামকৃষ্ণ পরম হংস দেবের মহাপ্রয়াণের ১৫ দিন পর স্বামীজি ঠিক করেছিলেন তাঁর সকল সঙ্গীদের নিয়ে তিনি সমগ্র ভারত ভ্রমণে যাবেন। তার সঙ্গে ছিলেন ছিলেন তারকনাথ ঘোষাল, বাবুরাম ঘোষ, রাখালচন্দ্র ঘোষ প্রমুখ।
আরো পড়ুন :- জীবনের লক্ষ্য নিয়ে কিছু বিখ্যাত উক্তি ! যা জীবনকে অনুপ্রাণিত করে
৩. একদিন আগ্রা থেকে বৃন্দাবন যাওয়ার পথে রাস্তার ধারে এক জনকে গাঁজা খেতে দেখেন স্বামীজি। তিনি তার কাছে গাঁজার ছিলিম চান। সেই ব্যক্তি বলেন, আপনি সন্ন্যাসী। আমি নীচু জাতের লোক। এই শুনে উঠে চলে যেতে গিয়েও যাননি স্বামীজী। জোর করে গাঁজা খান। পরে বলেছিলেন, কাউকে ঘৃণা করতে নেই। সবাই ঈশ্বরের সন্তান।
৪. স্বামী অভেদানন্দের অসুস্থতার খবরে স্বামীজি গাজিপুর থেকে বারাণসী ছুটে যান। পথে তিনি খবর পান শ্রীরামকৃষ্ণের পরম সেবক বলরাম বসু মারা গেছেন। তা শুনে কেঁদে ফেলেন স্বামীজি।
এই সব নানা ঘটনা বহুল জীবন ছিল স্বামী বিবেকানন্দের।
Highlights
1. স্বামীজীর জীবনের কিছু অজানা কাহিনি !
2. নানা ঘটনা বহুল জীবন ছিল স্বামী বিবেকানন্দের
#Swamiji #GOD