Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- স্বামী বিবেকানন্দর মহান বাণী ! স্বামীজী শুধু বাঙালির জীবনের এক আদর্শ মহান মানবই নন, তিনি একজন যুগাবতার। মানব জীবনে নেতিবাচক ভাবনার অন্ধকার পর্দা সরিয়ে আপামোর ভারতীয় তথা বাঙালির জীবনবোধকে বেশি করে অনুপ্রাণিত করেছেন। তার জন্মদিন ১২ জানুয়ারি যুব দিবস হিসাবে পরিচিত। মহান সন্ন্যাসী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের শিষ্য নরেন , সন্ন্যাস গ্রহণ করে হয়ে ওঠেন স্বামী বিবেকানন্দ।
দেখুন তার বাণী সমূহ —–
১. তিনি বলেছেন জীবনে শক্তি ও সাহসিকতাই ধর্ম। আর দুর্বলতা ও কাপুরুষতা পাপ। অপরকে ভালোবাসাই প্রকৃত ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ।
২. তার অমর বাণী দর্শন বর্জিত ধর্ম কুসংস্কারে পরিণত হয় আবার ধর্ম বর্জিত দর্শন শুধু নাস্তিকতায় পরিণত হয়।
৩. অসংযত ও উচ্ছৃঙ্খল মন নিম্ন থেকে নিম্নতর স্তরে নিয়ে যায় আর আমাদের বিধ্বস্ত করবে। আর সংযত এবং সুনিয়ন্ত্রিত মন আমাদের রক্ষা করবে।
৪. জীবনে সাফল্য লাভ করতে হলে আপনার প্রবল অধ্যবসায়, প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকা চাই। জীবনে সংকল্প আশ্রয় করিয়া দৃঢ়ভাবে সাধন কর। নিশ্চয়ই লক্ষে পৌঁছে যাবে।
৫. জীবনে বারবার বিফল হয়েছো বলো নিরাশ হয়ো না। অগ্রসর হতে থাকো জীবনে সাফল্য আসবেই।
আরো পড়ুন :- জীবনে নেতৃত্ব দিতে চান ! অক্ষরে অক্ষরে মেনে চলুন কিছু নীতি
৬. স্বামীজী বলছেন হে বীর যুবকগণ , তোমরা বিশ্বাস কর যে , বড় বড় কাজ করবার জন্য জন্মেছ। ওঠো , জাগো, ঘুমিও না আর সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের ভিতরেই আছে।
এই সব ওমক বাণী আজ সারা বিশ্বের কাছে শক্তির মতো। আসুন মহান সন্ন্যাসী যুগ পুরুষ স্বামীজিকে স্মরণ করি।
Highlights
1. স্বামী বিবেকানন্দর মহান বাণী
2. আসুন মহান সন্ন্যাসী যুগ পুরুষ স্বামীজিকে স্মরণ করি
#Vivekananda #Ram Krishna