Bangla News Dunia, Pallab : এলন মাস্কের স্টারলিঙ্কের পর এবার ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দিতে আগ্রহী জেফ বেজোসের কুইপার। ভারতে এই পরিষেবা দেওয়ার অনুমতি চেয়ে দুই বছর আগে টেলিকমমন্ত্রকের কাছে আবেদন করেছিল কুইপার। গত সপ্তাহে দ্রুত অনুমতি দেওয়ার আর্জি জানিয়ে ফের চিঠি দিয়েছে বেজোসের সংস্থা। স্টারলিঙ্কের মতো ভারতে স্যাটকম ক্ষমতা বিপুলভাবে বাড়াতে চাইছে কুইপার। তারা ১০টি গেটওয়ে এবং মুম্বই ও চেন্নাইতে দুটি পয়েন্ট করতে চায়। গত মাসে ২৭টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে তারা। এই সংখ্যা দ্রুত বাড়ানোর পরিকল্পনাও নিয়েছে কুইপার।
আরও পড়ুন : আপনার শত্রুকে উচিত শিক্ষা দিতে চান, তবে চাণক্যের এই ৪ উপায় অনুসরণ করুন
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতে স্যাটেলাইট ইন্টারনেটের বিপুল সম্ভাবনাময় বাজার ধরতে আগামী দিনে বিশ্বের দুই শীর্ষস্থানীয় ধনকুবেরের সংস্থার মধ্যে তুমুল প্রতিযোগিতা হতে চলেছে। এর আগে ভারতী এয়ারটেলের ইউটেলস্যাট ওয়ান ওয়েব এবং রিলায়েন্স জিও ও এসইএসের যৌথ উদ্যোগে গড়া সংস্থা গ্লোবাল মোবাইল পার্সোনেল কমিউনিকেশন স্যাটেলাইট এর পারমিট পেয়েছে।