হঠাৎ কে বাড়ল বিদেশমন্ত্রীর নিরাপত্তা ? জয়শংকরের কনভয়ে এবার থাকবে বুলেটপ্রুফ গাড়ি

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ  :- আরও জোরদার করা হল বিদেশমন্ত্রী এস জয়শংকরের (S Jaishankar) নিরাপত্তা। আগে থেকেই জেড ক্যাটিগরির (Z Category) নিরাপত্তা পান তিনি। সূত্রের খবর, এবার থেকে তাঁকে দু’টি বুলেটপ্রুফ গাড়ি দেওয়া হয়েছে। একইসঙ্গে বাড়ানো হয়েছে তাঁর বাসভবনের বাইরের নিরাপত্তাও।

আরো পড়ুন : বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ? কী বলছে রাজ্য সরকার

পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) পর থেকে ভারত-পাকিস্তানের সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়েছে। প্রত্যাঘাতে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে এবার নিরাপত্তা বাড়ল বিদেশমন্ত্রীর। হামলার আশঙ্কাতেই এমন সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

আরও পড়ুন : সন্ত্রাস ও POK নিয়েই একমাত্র আলোচনা’, পাকিস্তানকে স্পষ্ট বার্তা মোদির

দেশের তৃতীয় সর্বোচ্চ নিরাপত্তা বলয় জেড ক্যাটিগরির নিরাপত্তা। এই ক্যাটিগরির অন্তর্গত ২২ জন নিরাপত্তারক্ষী। এর মধ্যে ৪-৫ জন এনএসজি কমান্ডো এবং স্থানীয় পুলিশও রয়েছে। এতদিন এই নিরাপত্তা পাচ্ছিলেন বিদেশমন্ত্রী। এবার তা আরও জোরদার করা হল। ২০২৩ সালেই জয়শংকরের নিরাপত্তা ওয়াই থেকে বাড়িয়ে জেড করা হয়। সম্প্রতি ব্রিটেনে বিদেশমন্ত্রীর উপর খালিস্তানি হামলার চেষ্টার কথা সামনে আসে। এবার ভারত-পাকিস্তান বর্তমান কূটনৈতিক পরিস্থিতিতে বিদেশমন্ত্রীর নিরাপত্তা বাড়ানো নিয়ে বড় পদক্ষেপ করল কেন্দ্র।

আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন