Bangla News Dunia, Pallab : খুনের চেষ্টার অভিযোগে আটক করা হল বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়াকে। সূত্রের খবর, থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে ফারিয়া রবিবার সকালে ঢাকা বিমানবন্দরে পৌছালে সেখান থেকেই তাঁকে আটক করা হয়। প্রসঙ্গত, তাঁর বিরুদ্ধে গত বছর জুলাই মাসে বাংলাদেশের গন-অভ্যুত্থানের সময় হত্যার চেষ্টার অভিযোগ উঠেছিল। জানা গিয়েছে, ফারিয়ার বিরুদ্ধে ঢাকা শহরের ভাটারা থানায় দায়ের হওয়া ওই মামলার ভিত্তিতেই এদিন তাঁকে আটক করা হয়।
আরও পড়ুন : বাজারে আসছে নয়া ২০ টাকার নোট ! আগের গুলো কি বাতিল হচ্ছে ?
নুসরতের অভিনয় জীবনের শুরু ২০১৫ সালে। শুধু ওপার বাংলাতেই নয়, তাঁর কাজের পরিসর সীমান্ত ছাড়িয়ে এপার বাংলাতেও বিস্তৃত। এপার বাংলার স্টার অভিনেতা জিতের সঙ্গে তাঁর রসায়ন নিয়েও চর্চা হয়েছে বিস্তর। অতনু রায়চৌধুরীর ছবি ‘প্রতীক্ষা’তে দেবের বিপরীতে কাজ করার কথা ছিল তাঁর। ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’ ছবিটিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রেও তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। এছাড়াও ‘হিরো ৪২০’, ‘বাদশাহ দ্য ডন’, ‘বস ২’, ‘ইনস্পেক্টর নটি কে’, ‘বিবাহ অভিযান’, ‘আবার বিবাহ অভিযান’-এর মতো বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন তিনি।
আরও পড়ুন : Big News : এবার আর ৮ ঘণ্টা নয়, ৬ ঘণ্টা ডিউটি করতে হবে ! বড় ঘোষণা নবান্নের