Bangla News Dunia, Pallab : ‘চিহ্নিত অযোগ্য’ চাকরিপ্রার্থীদের নিয়োগপ্রক্রিয়া থেকে বাদ দিতে হবে। অর্থাৎ এসএসসির পরীক্ষায় অংশ নিতে পারবেন না ‘চিহ্নিত অযোগ্য’রা। এসএসসি (SSC)-র নতুন বিজ্ঞপ্তি নিয়ে সোমবার এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, কোনও ‘চিহ্নিত অযোগ্য’ প্রার্থী আবেদন করে থাকলে সেই আবেদনপত্র বাতিল করতে হবে।
আরও পড়ুন : যে কোনও মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? কেন এমন আশঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর ? জানুন
প্রসঙ্গত, এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশমতো ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। এরপর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দপ্তর। তবে সেই বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী বলে অভিযোগ তোলা হয়। ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়। মামলাকারীরা জানিয়েছিলেন, ২০১৬ সালের বাছাই প্রক্রিয়া ওই সালের ‘রুল’ অনুযায়ী করতে হবে। ২০১৬ সালের চাকরিপ্রার্থীদের মধ্যে থেকেই তা করার নির্দেশ রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে তা মানা হয়নি। পাশাপাশি বয়সের ছাড়ের বিষয়টিও নির্দেশ মেনে করা হয়নি।
২০১৬ সালের নিয়োগের প্রক্রিয়ায় দুর্নীতির মামলা সামনে রেখে নতুন করে নিয়োগের কথা বলেছে সুপ্রিম কোর্ট। ফলে নতুন করে বাছাই প্রক্রিয়া হলে, তা ২০১৬ সালের নিয়োগবিধি মেনে হওয়া প্রয়োজন। এদিন উচ্চ আদালতে রাজ্য এবং এসএসসি’র তরফে আইনজীবী জানান, শীর্ষ আদালতের নির্দেশে কোথাও এমনটা বলা নেই যে ‘চিহ্নিত অযোগ্য’রা নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। যদিও আদালত ‘চিহ্নিত অযোগ্য’দের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত এও জানিয়েছে, গত ৩০ মে যে বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি, তাকে সামনে রেখেই নিয়োগপ্রক্রিয়া চলবে।
আরও পড়ুন : দুধ চা খালি পেটে খেলে সর্বনাশ, কী হয় ? জানুন