হাইভোল্টেজ শুনানি ! কী হল আজ DA মামলায় ? দেখুন সরাসরি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আজ, ৭ই মে, ২০২৫, সুপ্রিম কোর্টের ৫ নম্বর কোর্ট-রুমে মামলাটি দ্বিতীয় আইটেম হিসেবে তালিকাভুক্ত হয়েছিল। এই শুনানি মাননীয় বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আদালত এর আগে নির্দেশ দিয়েছিল যে ৭ই মে তারিখের জন্য নির্ধারিত এই মামলার শুনানি যেন কোনোভাবেই স্থগিত না করা হয় এবং এই মামলাটি “টপ অফ দ্য লিস্ট” হিসাবে চিহ্নিত করা হয়েছিল। এমনকি, রাজ্য সরকার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করলেও আদালত তা গ্রাহ্য করেনি বলে খবর। এই কারণে আজকের শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হওয়ার কথা ছিল।

আরো পড়ুন : মাধ্যমিক পরীক্ষা ২০২৬ দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ, জেনে নিন পরীক্ষার দিনক্ষণ

শেষ পাওয়া খবর অনুযায়ী আবার পিছিয়ে গেল সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা মামলাটি। আজ শুনানির শুরুতেই রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনুসিংভি বিচারপতি সঞ্জয় কারলের ডিভিশন বেঞ্চকে জানান যে, অন্য একটি বেঞ্চে তাঁর একটি গুরুত্বপূর্ণ মামলা থাকায় তিনি আজ ডিএ মামলায় সময় দিতে পারবেন না। এই কারণে তিনি শুনানির তারিখ পেছানোর আবেদন করেন।

তবে, রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী আদালতকে বিনয়ের সঙ্গে জানান যে, এই মামলাটি ইতিপূর্বে ১১ বার তালিকাভুক্ত হলেও বিস্তারিত শুনানি হয়নি। তাই তিনি আর বিলম্ব না করে দ্রুত শুনানির জন্য একটি তারিখ ধার্য করার অনুরোধ জানান।

বিচারপতি উভয় পক্ষের বক্তব্য শোনার পর, রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনুসিংভির সম্মতিতে, আগামী ১৪ই মে, দুপুর ২টোয় (14/05/2025, 2:00 PM) এই মামলার শুনানির দিন ধার্য করেছেন।

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন