হাতেগোনা দেশের তালিকায় জায়গা করে বিরল কৃতিত্ব, দেশের সুরক্ষায় স্ট্র্যাটোস্ফিয়ারে ভারত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

এ কৃতিত্ব রয়েছে বিশ্বের মাত্র কয়েকটি দেশের। তারাই কেবল এই উচ্চতায় পৌঁছে দেশের সুরক্ষাকে আরও জোরদার করতে পেরেছে। সেই তালিকায় এতদিন ভারতের নাম ছিলনা। এবার যুক্ত হল। বিরল এক কৃতিত্ব অর্জন করল ভারত।

আরও পড়ুন : পিত্তথলির পাথরের লক্ষণ কি কি ? জানুন সঠিক কারণ

বিশ্বের দরবারে ফের একবার মাথা উঁচু করে নিজের ক্ষমতা বুঝিয়ে দিতে পারল আমাদের দেশ। এবার বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পৌঁছে গেল ভারতের যান। স্ট্র্যাটোস্ফেরিক এয়ারশিপের পরীক্ষামূলক যাত্রা হল। যা দেশকে পৌঁছে দিল মাটি থেকে ১৭ কিলোমিটার উচ্চতায়।

যেখান থেকে দেশের সুরক্ষাকে আরও শক্তিশালী করা, বিশ্ব পরিদর্শন করা, দেশের সুরক্ষার ওপর ধেয়ে আসা বিপদের দিকে কড়া নজর রাখা অনেক সহজ হয়ে গেল। ডিআরডিও-র এ এক বিরলতম সাফল্য।

মধ্যপ্রদেশের শিবপুর ট্রায়াল সাইট থেকে এই অতি হালকা এয়ারশিপটি স্ট্র্যাটোস্ফিয়ারের দিকে পাড়ি দেয়। তারপর পৌঁছে যায় ১৭ কিলোমিটার উপরে। এই পরীক্ষা সফল হওয়ার পর ভারত সেই হাতেগোনা দেশের তালিকায় জায়গা করে নিল যারা এই বিরল কৃতিত্ব অর্জন করেছে।

ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই এয়ারশিপ প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়েই পৌঁছে যায় অভীষ্ট লক্ষ্যে। এই প্রথম এমন এক যানের পরীক্ষা করল ভারত। যা প্রথমেই সাফল্য পেল।

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন