Bangla News Dunia, Pallab : আপনার কাছে কি পুরানো হাতের লেখা জন্ম সার্টিফিকেট আছে? তাহলে এখনই ডিজিটাল সার্টিফিকেট এ পরিণত করে নিন। কারণ অনেক জায়গাতেই পুরনো সার্টিফিকেট ভেরিফাই করা সহজ নয় বলে গ্রহণ করে না। কিন্তু নতুন ডিজিটাল জন্ম সার্টিফিকেট যেহেতু কিউ আর কোডের মাধ্যমে খুব সহজেই ভেরিফাই করা যায় তাই এটি সর্বাধিক গ্রহণযোগ্য হয়েছে। এই নিবন্ধে আলোচনা করব আপনি কিভাবে পুরানো হাতের লেখা জন্ম বা মৃত্যু সার্টিফিকেট থেকে নতুন ডিজিটাল সার্টিফিকেট পাবেন।
আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !
কারা ডিজিটাল করতে পারবেন?
- যে সার্টিফিকেটগুলি মোটামুটিভাবে ১৯৯৯ সালের অক্টোবর মাসের পর পঞ্চায়েত বা পৌরসভা থেকে ইস্যু করা হয়েছে, সেগুলি ডিজিটাইজ করা সম্ভব।
- তবে, ১৯৮৭ সালের আগে হাসপাতাল থেকে দেওয়া সার্টিফিকেটগুলি ডিজিটাইজ করা নাও যেতে পারে।
কীভাবে ডিজিটাইজ করবেন?
- মনে রাখবেন, আপনি নিজে থেকে অনলাইনে এই কাজটি করতে পারবেন না।
- আপনাকে আপনার আসল (Original) সার্টিফিকেট এবং পিতামাতার পরিচয়পত্র নিয়ে সংশ্লিষ্ট রেজিস্টারের অফিসে (পঞ্চায়েত বা পৌরসভা) যোগাযোগ করতে হবে।
- সেখানকার আধিকারিকরা আপনার তথ্য দিয়ে “ফর্ম A” পূরণ করবেন।
প্রয়োজনীয় নথি:
আবেদনের জন্য নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন হবে:
- আসল পুরোনো (হাতের লেখা) শংসাপত্র।
- পিতামাতার ভোটার কার্ড ও আধার কার্ড।
সার্টিফিকেট হারিয়ে গেলে কী করবেন?
- যদি আপনার আসল শংসাপত্রটি হারিয়ে গিয়ে থাকে, কিন্তু আপনার কাছে সেটির ফটোকপি (যেখানে রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ আছে) অথবা পোলিও কার্ড (যেখানে রেজিস্ট্রেশন নম্বর লেখা আছে) থাকে, তাহলেও আপনি ডিজিটাল শংসাপত্র পেতে পারেন। এক্ষেত্রে, একটি জেনারেল ডায়েরি (GD)-র কপিও জমা দিতে হতে পারে।