হাত-পা বেঁধে শিক্ষককে জ্যান্ত পুঁতে দিল, নেপথ্যে কি কারণ ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- তাঁর স্ত্রী-র সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে। এই সন্দেহে এক ব্যক্তিকে জ্যান্ত পুঁতে দিল স্বামী। প্রথমে সেই ব্যক্তিকে অপহরণ করা হয়। তারপর মাটিতে পুঁতে দেওয়া হয়। ইতিমধ্য়েই দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার বেশ কয়েকদিন পর পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছে সে। ঘটনা হরিয়ানার চরকি দাদরির। মৃত ব্যক্তির নাম জগদীপ।

হরিয়ানার রোহতকের একটি স্কুলের যোগা শিক্ষক জগদীপ। গত বছরের ডিসেম্বর মাসের ২৪ তারিখ কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরছিলেন তিনি। রাস্তাতেই তাঁকে অপহরণ করা হয়। যাতে শব্দ করতে না পারেন সেজন্য তাঁর মুখ কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় এক নির্জন জায়গায়। সেখানে আগে থেকেই গর্ত খুঁড়ে রেখেছিল অভিযুক্ত। কয়েকজন শ্রমিককে সে জানিয়েছিল, টিউবওয়েল বসানোর জন্য গর্ত করা হচ্ছে। সেই গর্তেই জীবন্ত অবস্থায় ফেলে দেওয়া হয় জগদীপকে। তারপর মাটি চাপা দেওয়া হয়।

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য সেরা বেসরকারি স্কলারশিপ ২০২৫। দেখে নিন

ঘটনায় ১০ দিন পর থানায় অপহরণের অভিযোগ দায়ের হয়। তদন্তে নামে পুলিশ। প্রায় তিন মাস ধরে তদন্তের পর ঘটনার কিনারা করতে সক্ষম হন তদন্তকারীরা। এক সিনিয়র পুলিশ আধিকারিক জানান, জগদীপের কলরেকর্ড দেখার পর তদন্তে লিড পায় পুলিশ। দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।

জেরার মুখে খুনের কথা স্বীকার করে নেয় অভিযুক্তরা। একজন জানায়, সে ও জগদীপ একই আবাসনে থাকত। তার বাড়িতে যাওয়া আসা ছিল জগদীপের। সেখানেই সে তার স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, মাটিতে পুঁতে দেওয়ার আগে জগদীপের উপর ছুরি দিয়ে হামলাও চালানো হয়েছিল। খুনের সঙ্গে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:- ‘স্তনে হাত দেওয়া…’, ধর্ষণের চেষ্টা নয়, এলাহাবাদ হাইকোর্টের এই রায়ে সুপ্রিম কোর্ট কি বললো, জানুন

আরও পড়ুন:- এই ডিভিশনে বাতিল ও রুট পরিবর্তন একাধিক ট্রেনের, দেখে নিন তালিকা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন