Bangla News Dunia, Pallab : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গতকাল বৃহস্পতিবার ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অনুমতি বাতিল করেছে। একইসঙ্গে, বর্তমানে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগও বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রশাসন।
ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আর নতুন কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। এখন থেকে দেশটির সবচেয়ে পুরোনো এই বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ কা্যত বন্ধ করে দিয়েছে।
আরও পড়ুন : ঝুঁকি ছাড়াই বেশি রিটার্ন পেতে চান ? পোস্ট অফিসের এই স্কিমগুলিতে বিনিয়োগ ককরুনl
এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী ক্রিস্টি নোয়েম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লেখেন,
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গত শিক্ষাবর্ষে প্রায় ৭ হাজার বিদেশি শিক্ষার্থী সেখানে ভর্তি হয়েছিলেন, যা মোট ভর্তি শিক্ষার্থীর ২৭ দশমিক ২ শতাংশ। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী ছিলেন, ভারতীয় সংখ্যাটি প্রায় ৭৮৮ জন, যাঁদের অধিকাংশই স্নাতকোত্তর ও গবেষণা পর্যায়ে অধ্যয়নরত।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যা এ পর্যন্ত ১৬২ জন নোবেলজয়ী তৈরি করেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞাকে ‘অবৈধ ও প্রতিশোধমূলক’ আখ্যা দিয়ে বলেছে, তারা বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে।
ভারতীয় শিক্ষার্থীদের জন্য এই সিদ্ধান্ত এক বড় ধাক্কা। অনেকেই ইতোমধ্যেই ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছেন বা হাই-প্রোফাইল গবেষণা প্রকল্পে যুক্ত হয়েছেন। এই নিষেধাজ্ঞা কার্যকর হলে তাঁদের শিক্ষা ও গবেষণাজীবন বড় ধরনের অনিশ্চয়তায় পড়ে যাবে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : যৌন সমস্যায় সন্তানহীনতা ? স্থায়ী সমাধান হোমিওপ্যাথি চিকিৎসা
আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !