Bangla News Dunia, Pallab : হাসপাতালে চিকিৎসক নিগ্রহের অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)-এর বিরুদ্ধে। কাঞ্চনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) (IMA)।
আরও পড়ুন : স্টেট ব্যাংকের জনপ্রিয় প্রকল্পে মিলছে প্রচুর সুদ ! সারাজীবন টেনশন ফ্রি থাকুন
ঘটনার সূত্রপাত বুধবার। জানা গিয়েছে, কলকাতার ট্রপিক্যাল মেডিসিন হাসপাতালের মেডিসিন বিভাগে কাঞ্চন তাঁর স্ত্রী শ্রীময়ী ও শাশুড়িকে নিয়ে যান চিকিৎসার জন্য। চিকিৎসকের অভিযোগ, কাঞ্চন তাঁর আত্মীয়াকে আগে দেখানোর জন্য চাপ সৃষ্টি করেন। চিকিৎসক জানান, তিনি তখন এক শিশুর চিকিৎসা করছিলেন, তাই একটু পরে দেখবেন বলে জানান। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চিকিৎসকের দাবি, কাঞ্চন বাজে ভাষায় কথা বলেন এবং তাঁর পদমর্যাদার প্রভাব খাটানোর চেষ্টা করেন।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন কাঞ্চন। তাঁর কথায়, তাঁর ৮৬ বছর বয়সি দিদা আসানসোল থেকে শুধু চেকআপের জন্য এসেছেন। তিনি বলেন, ‘আমি কোনও ভিআইপি সুবিধে চাইনি। যথাযথ লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে দেখিয়েছি। শুধু অনুরোধ করেছিলাম প্রেসার মাপার জন্য। কিন্তু চিকিৎসক আমায় অপমান করেন। আমি শুধু প্রতিবাদ করেছি, দুর্ব্যবহার করিনি। আমি বিধায়ক বলেই কি অপমানিত হব?।’ এদিকে এই ঘটনার পর সরব হন চিকিৎসকরা। চিকিৎসক সংগঠনগুলির বক্তব্য, জনপ্রতিনিধির এই আচরণ দুর্ভাগ্যজনক। প্রশাসন নিরপেক্ষ তদন্ত করুক।
এদিকে এনিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘যতদূর জানা গিয়েছে, কাঞ্চন এক আত্মীয়ার শারীরিক অসুস্থতা নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন। সেই কারণেই হয়তো উত্তেজনা তৈরি হয়েছিল। তবে জনপ্রতিনিধি হিসেবে ওঁর আরও ধৈর্য ধরা উচিত ছিল, মাথা ঠান্ডা রাখা উচিত ছিল।’ এই ঘটনায় সরব হয়েছে বিরোধীরা। কাঞ্চনের শাস্তির দাবি জানিয়েছে তারা। বিধায়ক-অভিনেতার শাস্তির দাবিতে সরব হয়েছেন শান্তনু সেন। ঘটনার তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। পুলিশের কাছে লিখিত অভিযোগ গিয়েছে কিনা, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।