Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- হায়দ্রাবাদে কি গেরুয়া ঝড় ? হায়দ্রাবাদের পুরসভা নির্বাচনে ৭৮ টি আসনে এগিয়ে গেল বিজেপি। ৩২ টি আসনে এগিয়ে শাসক TRS। ১৭ টি আসনে এগিয়ে আছে AIMIM। কংগ্রেস এগিয়ে মাত্র ১ টি আসনে। পুরসভার ১৫০ ওয়ার্ডের জন্য ১ হাজার ১২২ জন প্রার্থী নিজেদের ভাগ্য পরীক্ষায় নেমেছিল। গ্রেটার হায়দ্রাবাদের পুরসভার নির্বাচনের গুরুত্ব সবথেকে বেশি, কারণ এবার কেন্দ্রের বিজেপি সরকার এই নির্বাচনে সম্পূর্ণ শক্তি লাগিয়েছে।
উলেখ্য ২০১৬ এর গ্রেটার হায়দ্রাবাদ পুরসভার নির্বাচনে TRS ১৫০ টি ওয়ার্ডের মধ্যে ৯৯ টি ওয়ার্ডে জয় হাসিল করেছিল। আর আসাদউদ্দিন ওয়াইসির দল AIMIM ৪৪ টি ওয়ার্ডে জয় হাসিল করেছিল। বিজেপি মাত্র তিনটি ওয়ার্ডে জয় হাসিল করতে পেরেছিল। আর কংগ্রেস মাত্র দুটি ওয়ার্ডে জিতেছিল। গ্রেটার হায়দ্রাবাদ পুরসভা দেশের সবথেকে বড় পুরসভার মধ্যে একটি। এই পুরসভা চারটি জেলা নিয়ে গঠিত। এই গোটা এলাকায় ২৪ টি বিধানসভা আসন আছে। আর তেলেঙ্গানার পাঁচটি লোকসভা কেন্দ্র আছে।
আরো পড়ুন :- লাভ জিহাদ করলে ধ্বংস করে দেবো ! হুঁশিয়ারি শিবরাজ চৌহানের
প্রসঙ্গত প্রাথমিক গণনায় হায়দ্রাবাদের পুরসভা নির্বাচনে ৭৮ টি আসনে এগিয়ে গেল বিজেপি। ৩২ টি আসনে এগিয়ে TRS। ১৭ টি আসনে এগিয়ে আছে AIMIM। কংগ্রেস এগিয়ে মাত্র ১ টি আসনে। এখন দেখা যাক শেষ হাসি কে হাসে ? বিজেপি নাকি শাসক TRS নাকি আসাদউদ্দিন ওয়াইসির মিম।
Highlights
1. হায়দ্রাবাদে কি গেরুয়া ঝড় ?
2. বিজেপি নাকি শাসক TRS নাকি আসাদউদ্দিন ওয়াইসির মিম
#BJP #MIM