Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সিনেমার পর্দায় রাজু, ঘনশ্যাম ও বাবুভাইয়া আলাদা নস্ট্যালজিয়া তৈরি করেছে ৷ ফলে ‘হেরাফেরি 3’ সিনেমার ঘোষণার পর থেতে তিন মূর্তিকে ফের একবার পর্দায় দেখার জন্য আকুল হয়ে রয়েছে ভক্তকূল ৷ কিন্তু অভিনেতা পরেশ রাওয়াল নিরাশ করেছেন তাঁর ভক্তদের ৷ হেরাফেরি ফ্রাঞ্চাইজি থেকে সরে দাঁড়ালেন অভিনেতা ৷ প্রকাশ্যে দিলেন ব্যাখ্যাও ৷
অক্ষয় কুমার, সুনীল শেঠ্ঠী ও পরেশ রাওয়াল এই তিন তারকার কর্মকাণ্ড হাসির ফোয়ারা ছুটিয়েছে ৷ পর্দায় যখনই তাঁরা এসেছেন মজার পরিবেশ তৈরি করেছেন ৷ অপেক্ষা ছিল সিনেমার তৃতীয় ভাগের জন্য ৷ তবে রিপোর্ট, ‘হেরাফেরি 3’ সিনেমায় আর দেখা যাবে না পরেশ রাওয়ালকে ৷
পরেশ রাওয়াল কেন ছাড়লেন হেরাফেরি ফ্রাঞ্চাইজি ?
এক সাক্ষাৎকারে, অভিনেতা জানিয়েছেন তিনি হেরাফেরি 3 সিনেমার কাস্ট থেকে সরে দাঁড়িয়েছেন ৷ কারণ হিসাবে তিনি বলেছেন , নির্মাতাদের সঙ্গে তাঁর মতের অমিল বড় কারণ ৷ আর এই খবর বাবুভাইয়া ভক্তদের মন ভেঙে দিতে বাধ্য ৷ কারণ রাজু ও শ্যাম অপূর্ণ থেকে যায় যদি না তাদের মাঝে বাবু ভাইয়া থাকে ৷ এখন অনুরাগীদের মনে প্রশ্ন, তাহলে পরেশ রাওয়ালের কাল্ট চরিত্রে দেখা যাবে কাকে ? আদৌ কি পরেশ রাওয়ালের শূন্য স্থান কেউ পূরণ করতে পারবেন ? অনেক অনুরাগী আবার চাইছেন, নির্মাতার সঙ্গে যে বিবাদ, তা যেন মিটে যায় ৷
2000 সালে প্রিয়দর্শন পরিচালিত হেরাফেরি মুক্তি পায় ৷ কমেডি ড্রামা ফিল্ম ব্লকব্লাস্টার হিট করে বক্সঅফিসে ৷ এর 6 বছর পর অর্থাৎ 2006 সালে মুক্তি পায় হেরাফেরি 3 ৷ সেই ছবিও বক্সঅফিসে দারুণ সফলতা পায় ৷ এরপর দীর্ঘ 19 বছর পর পর্দায় আসতে চলেছে হেরাফেরি 3 ৷ তবে নির্মাতাদের তরফে এই ছবি সংক্রান্ত আর কোনও আপডেট এখনও পর্যন্ত আসেনি ৷
আরও পড়ুন:- কর্মশ্রী প্রকল্পে মজুরি বৃদ্ধি। কারা এই মজুরির সুবিধা পাবেন? জেনে নিন