হোমিওপ্যাথি চিকিৎসা চলাকালীন কি এলোপ্যাথি মেডিসিন চলবে ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

allopathy-homeopathy-and-ayurveda-know-which-is-better-for-you-ddf-yoga-center

Bangla News Dunia, Pallab : অনেকে বলেই ফেলেন আগে যেই ডাক্তার কে দেখিয়েছি সে সব এলোপ্যাথি মেডিসিন বন্ধ করে দিয়েছেন,

আসলেই কি হোমিওপ্যাথি চলাকালীন সময় কি এলোপ্যাথি মেডিসিন চলবে ?
👉👉👉

আরও পড়ুন : পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।

উত্তর: ১) রোগি যদি এন্টিবায়োটিক চলাকালীন অবস্থায় আপনার নিকট আসেন তাহলে তার এন্টিবায়োটিকের কোর্স শেষ না করে মেডিসিন বন্ধ করা যাবে না, এতে করে এন্টিবায়োটিক রেসিস্টেন্স হওয়া ঝুকি বেড়ে যাবে, ফলে ভবিষ্যতে তার শরীরে উক্ত এন্টিবায়োটিক আর কাজ নাও করতে পারে এমন কি তার জেনারেশন এর উপর এই প্রভাব পড়তে পারে, মনে করেন আপনি একটি রোগির চিকিৎসা করছেন, তিনি এন্টিবায়োটিক খাচ্ছেন দাতের মাড়ির ইনফেকশন এর জন্য আপনার কাছে আসছে সেক্সুয়াল চিকিৎসা নেওয়ার জন্য, আপনি লক্ষন মিলিয়ে তার জন্য একটি মেডিসিন সিলেক্ট করলেন এবং এলোপ্যাথি মেডিসিন অফ করে দিলেন, কিছুদিন পর রোগির একটি এক্সিডেন্ট হলো বা তার ইমার্জেন্সি কোন সার্জারী লাগবে, সার্জারীর পর তার ক্ষত স্থান শুখানোর জন্য এবং কোন ব্যাক্টেরিয়াল ইনফেকশন যেন না হয় সেজন্য এলোপ্যাথি সার্জনগন এন্টিবায়োটিক ব্যবহার করেন যেন সেপসিস না হয়, এখন সেই এন্টিবায়োটিক যদি রেসিস্টেন্স হয়ে থাকে তাহলে কিন্তু ক্ষত ত শুকাবে না উলটা আরো সেপসিস এবং সেপ্টিসেমিয়া হয়ে রোগির জীবন ঝুকিতে পড়তে পারে, এমন কি মারা ও যেতে পারে।

২) Non Communicable diseases যেমন: ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপোথাইরয়েড ইত্যাদি ডিজিজে যে সকল মেডিসিন চলে অনেক সময় দেখা যায় অনেক হোমিওপ্যাথি চিকিৎসক সব গনহারে বন্ধ করে দেন, এর ফলে রোগির জীবন অনেক সংকটাপন্ন হয়ে পড়ে, যেমন: হাইপারটেনশনের মেডিসিন বন্ধ করার ফলে রোগির হঠাৎ স্ট্রোক হওয়ার ঝুকি বেড়ে যেতে পারে, ডায়াবেটিস এর মেডিসিন বন্ধ করে দেওয়ার ফলে সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া হয়ে অর্গান ফেইল করতে পারে, আপনার মেডিসিন যদি ভালো সিলেকশন হয়, ডোজ টেম্পারিং করে আস্তে আস্তে NCD রোগের মেডিসিন বন্ধ করে পারেন, হুট করে বন্ধ করলে বিপদ হতে পারে।

আরও পড়ুন : শিয়ালদা বিভাগে যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত লোকাল ট্রেন, কোন কোন রুটে? জেনে নিন

আরও পড়ুন : ছক্কা হাঁকালেন শুভেন্দু ! হেরে ভূত তৃণমূল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন