Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মঙ্গলবারের বাজারে তুমুল পতন। সেনসেক্স ও নিফটি ৫০-সহ সব সূচক নিম্নগামী। দুপুর দেড়টা নাগাদ ১০০০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্সের সূচক। প্রবল ধাক্কা নিফটিতেও।
দুপুর ১টা ৪০ নাগাদ ১০৭২ পয়েন্টের আশেপাশে পড়ে গিয়েছে সেনসেক্স সূচক। অর্থাৎ ওই সময়ে পর্যন্ত ১.৩৮ শতাংশের আশেপাশে সূচক পড়েছে। ৭৬২৮০ পয়েন্টের আশেপাশে রয়েছে সেনসেক্স সূচক। ধাক্কা লেগেছে নিফটি ৫০ সূচকেও। একই সময়ে ১.৩৮ শতাংশ পড়েছে এই সূচকও। ৩০০-ও বেশি পয়েন্ট পড়ে গিয়ে ২৩০৬০ পয়েন্টের আশেপাশে ঘোরাফেরা করছে সূচক। ব্যাঙ্ক নিফটির অবস্থাও তথৈবচ। ৬০০ পয়েন্ট পড়ে গিয়েছে এই সূচক, নেমে গিয়েছে ৫০ হাজারেরও নীচে।
ট্রাম্পের শুল্ক-সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়েছে বাজারে। সম্প্রতি স্টিল ও অ্যালুমিনিয়ামের আমদানিতে ২৫ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। ভারতের শেয়ার বাজার থেকে ক্রমাগত বেরিয়ে যাচ্ছে বিদেশি বিনিয়োগ, সেই ধাক্কাতেও তলানিতে নামছে বাজার।
আরও পড়ুন:- কলকাতা টু বারাণসী 6 ঘণ্টায় ! তৈরি হচ্ছে নয়া এক্সপ্রেসওয়ে