Bangla News Dunia, Pallab : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজা উপত্যকা থেকে ১০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের করবে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্র ও লিবিয়ার নেতাদের মধ্যে আলোচনা চলছে। গাজায় বসবাসরত ২২ লাখ ফিলিস্তিনির মধ্যে ১০ লাখকে লিবিয়ায় স্থানান্তর করার চিন্তা করছে ট্রাম্প প্রশাসন। বিনিময়ে লিবিয়াকে বহু বছর ধরে আটকে রাখা কোটি কোটি ডলারের তহবিল ছাড় দেওয়ার প্রস্তাবও দেওয়া হতে পারে বলে জানান এনবিসি।
আরও পড়ুন : সিভিক ভলেন্টিয়ার চাকরি ২০২৫ – কীভাবে আবেদন করবেন ও শেষ তারিখ জানুন
তবে এখন পর্যন্ত লিবিয়া সরকারের সঙ্গে কোনো চুক্তি হয়নি। আলোচনাটি এখনও চলমান। যুক্তরাষ্ট্র লিবিয়াকে টাকা ও অন্যান্য সুবিধা দেওয়ার কথা ভাবছে। আবাসন সুবিধা এবং শিক্ষাবৃত্তির কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।
এই পরিকল্পনার প্রতিটি তথ্যের আপডেট ইসরায়েলকে জানানো হচ্ছে বলে জানিয়েছে পরিকল্পনার সঙ্গে জড়িত তিনটি সূত্র।
এদিকে, হামাসের একজন জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম জানিয়েছেন, ফিলিস্তিনিদের লিবিয়ায় পাঠানোর বিষয়ে তারা কিছুই জানেন না এবং এই ধরনের কোনো আলোচনায় তাদের সঙ্গে করা হয়নি।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদ এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। তাছাড়া, যদি এই ধরনের পরিকল্পনা বাস্তবায়ন হয়ও, তাহলে কতজন ফিলিস্তিনি এতে রাজি হবেন, তা এখনও স্পষ্ট নয়।