১২ লক্ষ উপভোক্তাকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে আজই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে : মমতা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : আগেই ঘোষণা করা হয়েছিল, ‘বাংলার বাড়ি’ প্রকল্পে মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। সেইমতো মঙ্গলবার আবাস যোজনায় (Banglar Awas Yojana) রাজ্যের ১২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা। এদিন শিলিগুড়ি (Siliguri) সংলগ্ন ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কয়েকজন উপভোক্তার হাতে বাংলার বাড়ি তৈরির টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : ৩০০ টাকা ছাড়ে মিলছে রান্নার গ্যাস সিলিন্ডার ! আপনিও কীভাবে পাবেন দেখুন

মমতা বলেন, ‘আবাসে ১ নম্বর থাকা সত্ত্বেও গত ৩ বছর ধরে কেন্দ্র টাকা দেয়নি, গরিবরা বঞ্চিত হচ্ছিলেন। তাই আমরা নিজেরাই ওই বাড়ি তৈরি করে দেব বলেছিলাম। বাকি ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে। পরের বছর মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেব, তারপরও কেউ বাকি থাকলে তাঁরও বাড়ি আমরা করে দেব।’

মমতা এও বলেন, ‘আমরা ভিক্ষে চাই না, ন্যায্য অধিকার চাই। তবে ওরা না দিলেও আমরা বাংলার মানুষকে বঞ্চিত হতে দেব না। তাই শত আর্থিক বাধার মধ্যেও মানুষের পাকা ছাদ তৈরি করার টাকা দেওয়া হল। মনে রাখবেন, আমরা কথা দিলে সেটা রাখতে জানি।’ এর আগে গত ডিসেম্বরে এই প্রকল্পে ১২ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল।

আরও পড়ুন : মারণ ক্যান্সারের ঝুঁকি কমাতে কোন কোন খাবার খাবেন ? দেখে নিন তালিকা

আরও পড়ুন : বাজারে আসছে নয়া ২০ টাকার নোট ! আগের গুলো কি বাতিল হচ্ছে ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন