ভারতের ওপর ১৩০টি পরমাণু বোমা ফেলা হবে, হুমকি পাকিস্তানের রেলমন্ত্রীর

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসির। পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত সিন্ধু জল চুক্তি রদ করেছে। চাপে পাকিস্তান। এরপরেই পাকিস্তানের একের পর এক নেতা-মন্ত্রীরা নানা হুমকি দিতে শুরু করেছে। ভারতের পাল্টা পদক্ষেপে যে তারা আতঙ্কিত তা বেশ স্পষ্ট। আর এবার পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি ভারতের বিরুদ্ধে রীতিমতো পরমাণু হামলার হুমকি দিল।

রাওয়ালপিণ্ডিতে এক প্রেস কনফারেন্সে হানিফ আব্বাসির হুমকি, ‘ভারত যদি পাকিস্তানের জল আটকানোর চেষ্টা করে, সেক্ষেত্রে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।’

হানিফ আব্বাসি আরও বলেন, ‘আমাদের সমস্ত মিসাইলের টার্গেট ভারতের দিকে। যদি ভারত কোনও দুঃসাহস দেখায়, তার ফল ভুগতে হবে। আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা রয়েছে। গৌরি, শাহিন, গজনভি-র মতো মিসাইল এবং ১৩০টি পারমাণবিক বোমা শুধুমাত্র ভারতের জন্যই রেডি করে রাখা হয়েছে। কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি আমাদের সীমান্ত রক্ষার জন্যও সমস্ত প্রস্তুতি হয়ে গিয়েছে। পহেলগাঁও হামলা আসলে শুধু একটি অজুহাত, ভারতের আসল লক্ষ্য সিন্ধু জল চুক্তি।’

 

রেলমন্ত্রী হানিফ আব্বাসি আরও জানান, পাকিস্তানি সেনা যখন প্রয়োজন মনে করবে, তখন রেলওয়ের সুবিধা ব্যবহার করতে পারবে। পাকিস্তান রেলওয়ে সেনার সহযোগিতার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিহত হন। দায় স্বীকার করে ‘দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট’, যা লস্কর-ই-তইবা-র একটি শাখা সংগঠন। এরপর থেকেই ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। ভারতের এই কড়া পদক্ষেপের পর পাকিস্তানে উদ্বেগ বেড়েছে। এর জেরেই একের পর এক উস্কানিমূলক মন্তব্য করছেন neighbouring দেশের নেতারা।

বর্তমানে ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনার মধ্যে রয়েছে। সীমান্ত অঞ্চলেও সতর্কতা বাড়ানো হয়েছে। সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানের উদ্বেগ স্পষ্ট। আর সেই উত্তেজনার আবহেই উঠে এল পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি।

আরও পড়ুন:- ওষুধের দোকানে বিক্রি হওয়া নকল ওষুধ চিনবেন কীভাবে? বিস্তারিতভাবে বুঝে নিন

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন