১ আগস্ট থেকে ক্লাস শুরু ! ভর্তি কবে, মেরিট লিস্ট কবে, শেষ তারিখ -জানিয়ে দিল উচ্চশিক্ষা দপ্তর

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষার্থীদের জন্য সুখবর। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শুরু ১৮ জুন থেকে। আর গতবারের মতো এবারও Centralized Admission Portal থেকে College Admission 2025 এর আবেদন জানানো যাবে। কলেজের ক্লাস শুরু হবে ১ আগস্ট থেকে।

আরো পড়ুন : লক্ষ্মীর ভান্ডারকে দশ গোল! এই প্রকল্পে মাসে 3000 টাকা পাবেন মহিলারা।

উচ্চ শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রকাশিত নোটিশে বলা হয়েছে, ১৭ই জুন Centralized Admission Portal আনুষ্ঠানিক ভাবে চালু করবেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রথম ধাপে কলেজের ভর্তির ফর্ম ফিলাপ চলবে ১ জুলাই পর্যন্ত।

কলেজে ভর্তি থেকে শুরু করে, মেরিট লিস্ট ও ক্লাস সম্পূর্ণ তালিকা প্রকাশ করলো উচ্চ শিক্ষা দপ্তর। একনজরে দেখে নিন…

তারিখ ইভেন্ট / কার্যক্রম
১৭ জুন ২০২৫ কলেজের ভর্তি পোর্টাল চালু হবে (২০২৫-২৬), বিকেল ২টায়।
১৮ জুন (বিকেল ২টা) – ১ জুলাই ২০২৫ অনলাইন ফর্ম ফিলাপ চলবে।
৬ জুলাই ২০২৫ কলেজ ও কোর্স অনুযায়ী মেধাতালিকা ও সিট বরাদ্দ প্রকাশিত হবে।
৬ – ১২ জুলাই ২০২৫ সিট বরাদ্দ অনুযায়ী কলেজ ভর্তি চলবে (Phase 1)।
১৭ জুলাই ২০২৫ আপগ্রেড রাউন্ডে কলেজ ও কোর্সভিত্তিক সিট বরাদ্দ প্রকাশিত হবে।
১৭ – ২০ জুলাই ২০২৫ আপগ্রেড রাউন্ডে সিট অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চলবে।
২৪ – ৩১ জুলাই ২০২৫ ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে নথি সহকারে উপস্থিত থেকে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে।
১ আগস্ট ২০২৫ কলেজের নতুন শিক্ষাবর্ষের(২০২৫-২৬) ক্লাস শুরু।
২ আগস্ট ২০২৫ প্রথম দফার ভর্তি শেষে, রাজ্যের কলেজে যেখানে করে আসন ফাঁকা আছে, সেই তালিকা প্রকাশ হবে।
২ – ১১ আগস্ট ২০২৫ মপ-আপ ফেজে আবেদন (নতুন, বাতিল বা ভর্তি না হওয়া প্রার্থীদের জন্য) শুরু হবে।
১৪ আগস্ট ২০২৫ মেধাতালিকা ও সিট বরাদ্দ তালিকা প্রকাশ।
১৪ – ১৭ আগস্ট ২০২৫ সিট বরাদ্দ অনুযায়ী ভর্তি চলবে।
২১ আগস্ট ২০২৫ আপগ্রেড রাউন্ডে কলেজ ও কোর্সভিত্তিক সিট বরাদ্দ (ফেজ-২)।
২১ – ২৪ আগস্ট ২০২৫ আপগ্রেড রাউন্ডে ভর্তি (ফেজ-২) চলবে।
২৮ আগস্ট – ১ সেপ্টেম্বর ২০২৫ মপ-আপ রাউন্ডের পর ভর্তিকৃত ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন ও ক্লাস শুরু।

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন