১ জুন থেকে ট্র্যাফিক চালানে বড় বদল ! জেনে নিন বিস্তারিত নিয়মাবলী

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

traffic-challan-police

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের যানবাহন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও কার্যকারিতা আনতে বড়সড় পদক্ষেপ নিয়েছে। আগামী ১ জুন ২০২৫ থেকে রাজ্যে চালু হতে চলেছে নতুন ই-চালান নিয়ম। রাজ্য পরিবহন দপ্তর ‘সংযোগ’ (Sangjog) নামে একটি ডিজিটাল পোর্টাল চালু করেছে, যা ট্র্যাফিক আইন ভাঙার জরিমানা থেকে শুরু করে ‘No Objection Certificate’ (NOC) জারি পর্যন্ত একাধিক পরিষেবা অনলাইনে দেবে।

আরও পড়ুন : রাজ্যের নতুন পেনশন প্রকল্পে প্রতিমাসে পাবেন ১০০০ টাকা, কিভাবে আবেদন করবেন জেনে নিন

এই পরিবর্তনের ফলে রাজ্যজুড়ে ট্র্যাফিক নিয়ন্ত্রণ হবে আরও আধুনিক ও কাগজবিহীন (paperless)। চলুন একনজরে জেনে নিই নতুন নিয়মাবলির সমস্ত গুরুত্বপূর্ণ দিক।

সংযোগ পোর্টাল কী এবং কেন চালু হল?

‘সংযোগ’ একটি কেন্দ্রীয় ইউনিফায়েড ডিজিটাল ট্র্যাফিক চালান পোর্টাল, যা রাজ্য সরকারের আইটি অ্যান্ড ই দপ্তরের সহযোগিতায় পরিবহন দপ্তর তৈরি করেছে।

এই পোর্টালের মাধ্যমে নিম্নলিখিত কাজগুলি করা যাবে অনলাইনে:

  • ট্র্যাফিক চালান পরিশোধ
  • চালানের স্ট্যাটাস দেখা
  • NOC জারি
  • অনলাইন রেজিস্ট্রেশন
  • GRIPS গেটওয়ের মাধ্যমে জরিমানা জমা

রাজ্য সরকার জানিয়েছে, এই নতুন ব্যবস্থা চালুর মাধ্যমে নাগরিকদের হয়রানি কমবে এবং জরিমানা দেওয়ার প্রক্রিয়া হবে আরও সহজ ও স্বচ্ছ।

১ জুন থেকে নতুন নিয়মে কী কী পরিবর্তন আসছে?

১. ইউনিফায়েড ই-চালান সিস্টেম

কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ এবং পরিবহন দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে ১ জুন থেকে統 একসাথে ইউনিফায়েড ই-চালান ব্যবস্থা চালু করতে। এর ফলে আর ভিন্ন ভিন্ন দপ্তরের সঙ্গে আলাদা করে যোগাযোগ করার প্রয়োজন পড়বে না।

২. অনলাইনে জরিমানা জমা

এখন থেকে কোনো ট্র্যাফিক নিয়ম ভঙ্গ করলে চালান কপি অনলাইনে পাওয়া যাবে এবং আপনি ঘরে বসেই GRIPS (Government Receipt Portal System) গেটওয়ের মাধ্যমে জরিমানা জমা দিতে পারবেন।

৩. রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

‘সংযোগ’ পোর্টালে প্রতিটি গাড়ির মালিকের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। আপনি একবার রেজিস্টার করলে আপনার যানবাহন সম্পর্কিত সমস্ত তথ্য পোর্টালে সংরক্ষিত থাকবে।

আরও পড়ুন : সন্ত্রাস ও POK নিয়েই একমাত্র আলোচনা’, পাকিস্তানকে স্পষ্ট বার্তা মোদির

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন