১ জুন থেকে নতুন ট্র্যাফিক চালান ব্যবস্থা কার্যকর, জানুন কী কী নিয়ম বদলেছে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গে এবার ট্র্যাফিক নিয়ম ভাঙলেই আর রেহাই নেই। রাজ্য সরকার ২০২৫ সালের ১ জুন থেকে চালু করতে চলেছে নতুন ইউনিফায়েড ই-চালান ব্যবস্থা, যার মাধ্যমে ট্র্যাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে। ‘সংযোগ’ (Sangyog) নামে একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে চালান, পেমেন্ট, NOC, এমনকি দূষণ শংসাপত্রও এখন ডিজিটালি পাওয়া যাবে।

আরো পড়ুন : বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ? কী বলছে রাজ্য সরকার

সংযোগ পোর্টাল কী?

‘সংযোগ’ হলো একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম, যেটি পশ্চিমবঙ্গ পরিবহন দফতর এবং তথ্যপ্রযুক্তি দফতরের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। রাজ্যের সমস্ত ট্র্যাফিক নিয়মাবলী এবং চালান সংক্রান্ত কার্যক্রম এখন এই পোর্টালের মাধ্যমে হবে।

১ জুন ২০২৫ থেকে চালু হচ্ছে ইউনিফায়েড চালান ব্যবস্থা

  • ট্র্যাফিক আইন ভাঙলে চালান কাটা হবে সরাসরি ‘সংযোগ’ পোর্টালে।
  • চালান পাওয়ার পর গাড়ির মালিক GRIPS পেমেন্ট গেটওয়ে-এর মাধ্যমে অনলাইনে জরিমানা দিতে পারবেন।
  • অফিসে না গিয়েই, যেকোনো সময় অনলাইনে জরিমানা জমা দেওয়া যাবে।

আরও পড়ুন : সন্ত্রাস ও POK নিয়েই একমাত্র আলোচনা’, পাকিস্তানকে স্পষ্ট বার্তা মোদির

আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন