Bangla News Dunia, Pallab : প্রত্যেক মাসেই কোনো না কোনো নতুন নিয়ম চালু করছে সরকার। জুলাই মাসেও দেখা যাচ্ছে একগুচ্ছ নতুন নিয়ম। এই বছর জুলাই মাস পড়তেই অনেক নতুন নিয়ম চালু হচ্ছে, যেগুলো আমাদের প্রতিদিনের টাকা-পয়সার কাজকর্মে বড় প্রভাব ফেলবে।
বিশেষ করে ব্যাঙ্ক, ইউপিআই, প্যান কার্ড, ট্রেনের তৎকাল টিকিট, জিএসটি আর এইচডিএফসি কার্ড সংক্রান্ত বেশ কিছু নতুন নিয়ম শুরু হচ্ছে। তাই আগে থেকে জেনে রাখা ভালো, যেন পরে বিপদে না পড়েন।
আরও পড়ুন : ছক্কা হাঁকালেন শুভেন্দু ! হেরে ভূত তৃণমূল
UPI লেনদেনে টাকা আটকে গেলে সহজে সমাধান (UPI New Rule 2025) :-
অনেক সময় মোবাইল দিয়ে ইউপিআই লেনদেন করতে গিয়ে দেখা যায়, টাকা কেটে নিয়েছে কিন্তু লেনদেন শেষ হয়নি। তখন টাকা ফেরত পেতে বহুদিন সময় লাগত।
আগে ব্যাঙ্ককে এনপিসিআই-এর অনুমতি নিয়ে পুরো বিষয়টা দেখতে হত। এখন থেকে আর সেটা লাগবে না। ব্যাঙ্ক নিজেই সমস্যা দেখে সমাধান করবে। এতে গ্রাহকরা তাড়াতাড়ি টাকা ফেরত পাবেন বা সমস্যার মিটবে।
প্যান কার্ড বানাতে হলে আধার লাগবেই (pan card new rules) :-
১ জুলাই ২০২৫ থেকে কেউ যদি নতুন করে প্যান কার্ড বানাতে যান, তাহলে আধার কার্ড ছাড়া হবে না। আগে অন্য পরিচয়পত্র দিলেও প্যান কার্ড হয়ে যেত, কিন্তু এখন আধার বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে ভুয়ো প্যান কার্ড বা জালিয়াতি আটকানো যাবে।
তৎকাল টিকিট কাটতে হলে লাগবে আধার আর OTP (tatkal ticket booking new rules) :-
যাঁরা ট্রেনে তৎকাল টিকিট কাটেন, তাঁদের জন্য নতুন নিয়ম। ১ জুলাই থেকে আইআরসিটিসি সাইট বা অ্যাপে তৎকাল টিকিট বুক করতে গেলে আধার কার্ড দিয়ে পরিচয় যাচাই করাতে হবে। আর ১৫ জুলাই থেকে টিকিট কাটার সময় মোবাইলে ওটিপি আসবে, সেটা না দিলে টিকিট কনফার্ম হবে না। এতে কালোবাজারি অনেক কমবে।
GST রিটার্ন জমায় কড়াকড়ি (gst new rule 2025) :-
ব্যবসায়ীদের জন্য বড় খবর। এতদিন কেউ ইচ্ছে করলে পুরনো তারিখে গিয়ে জিএসটি রিটার্ন জমা দিতে পারতেন বা ভুল সংশোধনের সুযোগ পেতেন। এবার থেকে সেটা আর হবে না।
জুলাই ২০২৫ থেকে জিএসটিআর ৩বি ফর্ম সম্পাদনা করা যাবে না এবং তিন বছরের বেশি পুরনো রিটার্ন কেউ জমা দিতে পারবেন না। GSTR-1, GSTR-4, GSTR-5, GSTR-6, GSTR-9 সহ আরও অনেক ফর্মে এই নিয়ম লাগু হচ্ছে।
HDFC ক্রেডিট কার্ডে অতিরিক্ত চার্জ (credit card new rules 2025) :-
যাঁরা এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাঁদের জন্য নতুন নিয়ম। ১ জুলাই থেকে মাসে যদি ১০ হাজার টাকার বেশি খরচ করেন, তাহলে ১% বাড়তি ফি দিতে হবে।
এছাড়া, ইউটিলিটি বিল ৫০ হাজারের বেশি, অনলাইন গেম ১০ হাজারের বেশি, পেট্রোল বা ডিজেলে ১৫ হাজারের বেশি এবং শিক্ষার খরচ বেশি হলে, ওই বাড়তি চার্জ কাটবে।