১ পেগ হুইস্কিতে কতটা জল মেশানো উচিত? ৯৯% মানুষই জানেন না

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রথমেই বলে রাখা দরকার মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাই মদ্যপান না করাই উচিত।

তবে অনেকেই মদ্যপান করে থাকেন। বিশেষজ্ঞদের মতে, মদের মধ্যে হুইস্কি কখনও সখনও স্বাস্থ্যের পক্ষে ভাল। 

 চিকিৎসকদের একাংশের মতে, পরিমাণ বুঝে হুইস্কি খেলে স্ট্রোক, ডায়াবেটিসের মতো সমস্যা নিয়ন্ত্রণে থাকে।

হুইস্কি খাওয়ার সময় অনেকেই জলের পরিমাণ বুঝতে পারেন না। তাই গোলমাল হয়।

এক পেগ হুইস্কিতে কতটা জল মেশানো উচিত, তা অনেকেই জানেন না। 

বিশেষজ্ঞদের মতে, ৮০ শতাংশ হুইস্কি ও ২০ শতাংশ জলের অনুপাতে গন্ধ এবং স্বাদের কোনও পরিবর্তন হয় না।

বিশেষজ্ঞদের মতে, এক পেগ হুইস্কির মধ্যে ১২ মিলিলিটারের বেশি জল মেশানো ঠিক নয়।বেশি জল মেশালে হুইস্কি পাতলা হবে এবং স্বাদ-গন্ধ চলে যাবে।

আরও পড়ুন:- বর্ষাকালে কলকাতার কোন ৮ এলাকা বিপজ্জনক? কি ব্যবস্থা নিচ্ছে পুরসভা ? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন