Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সরকারি সূত্র অনুযায়ী, ২০২৫ সালের ১ লা জুন থেকে ভারতে কার্যকর হতে চলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রাফিক আইন (Traffic Rules) পরিবর্তন। এই সব পরিবর্তনের মূল লক্ষ্য হলো দুর্ঘটনা হ্রাস করা, ট্রাফিক নিয়ন্ত্রণে আনা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করা। যদি কেউ এই নিয়ম না মানেন, তাহলে তাকে বড় জরিমানা বা আইনি সমস্যার মুখোমুখি হতে হতে পারে। নিচে জানিয়ে দিচ্ছি এই আইনের গুরুত্বপূর্ণ দিক গুলি।
১ জুন ২০২৫ থেকে কার্যকর হচ্ছে নতুন ট্রাফিক আইন
১ লা জুন থেকে যে কেউ হেলমেট না পরে বাইক চালালে আগের তুলনায় দ্বিগুণ জরিমানা গুনতে হবে। একইভাবে, সিট বেল্ট না পরা, মোবাইলে কথা বলা কিংবা রেড লাইট অমান্য করলেও বাড়বে জরিমানার পরিমাণ। আর এই নিয়োগ গুলো সমগ্র দেশের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে মনে করছেন অনেকেই, এই রকমের আরও কিছু তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
নতুন জরিমানার হার
- হেলমেট ছাড়া বাইক চালানো ২০০০ পর্যন্ত জরিমানা
- মোবাইল ব্যবহার করে গাড়ি চালানো ৫০০০ পর্যন্ত জরিমানা
- রেড লাইট ভাঙা ১০০০ – ২০০০ পর্যন্ত জরিমানা
স্পিড লিমিট লঙ্ঘনে হতে পারে ড্রাইভিং লাইসেন্স বাতিল
নতুন নিয়ম অনুযায়ী, কোনও চালক যদি বারবার স্পিড লিমিট অমান্য করেন, তাহলে তার ড্রাইভিং লাইসেন্স সাময়িকভাবে বাতিল হতে পারে। প্রয়োজনে চালকের বিরুদ্ধে ফৌজদারি মামলা পর্যন্ত হতে পারে। নির্ধারিত গতি সীমা অতিক্রম করলে প্রথম বারেই জরিমানা, পুনরা বৃত্তি ঘটলে লাইসেন্স সাময়িক সাসপেন্ড, একই ভুল তিনবার করলে লাইসেন্স বাতিল হওয়ার সম্ভাবনা
যারা বাইকে শিশুদের নিয়ে চলাফেরা করেন, তাদের জন্য নতুন নিয়ম অনুযায়ী শিশুর জন্যও হেলমেট পরানো বাধ্যতামূলক। শিশুদের হেলমেট না পরালে চালককে দিতে হতে পারে ১০০০ পর্যন্ত জরিমানা। নতুন নিয়ম অনুযায়ী, যেই সব গাড়ির ইনস্যুরেন্স আপডেট থাকবে না, তাদেরকে পেট্রোল পাম্প থেকে তেল দেওয়া হবে না। এটি চালু করা হচ্ছে সড়কে নন ইন্স্যুরড গাড়ি কমাতে।
ক্যামেরা নজরদারি আরও শক্তিশালী হচ্ছে, এবার থেকে স্মার্ট ট্রাফিক ক্যামেরা ও সেন্সর যুক্ত সিগন্যাল সিস্টেম শহরের গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হবে, এর ফলে স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়বে সকল কিছু। ওভার স্পিড, রেড লাইট লঙ্ঘন, বেআইনি ইউ টার্ন। আগামী ১ জুন থেকে ট্রাফিক আইন লঙ্ঘন করলে আপনি সরাসরি মোবাইলে এসএমএস ও WhatsApp মারফত জরিমানার ডিটেইলস পেয়ে যাবেন। এর ফলে কারো পক্ষে অজুহাত দেওয়া সম্ভব হবে না।
কিছু গুরুত্বপূর্ণ ট্রাফিক নিয়ম যা মেনে চলা বাধ্যতামূলক
গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার না করা, নির্ধারিত গতি সীমা মেনে চলা, সব যাত্রীর সিট বেল্ট পরা, বাইক চালানোর সময় হেলমেট পরা, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ডকুমেন্টস সব সময় সঙ্গে রাখা। ১ জুন ২০২৫ থেকে ভারতে ট্রাফিক আইনে বড় রদবদল আসতে চলেছে। এই নিয়মগুলো জানাও যেমন জরুরি, তেমনই মানা আরও বেশি জরুরি। না মানলে শুধু জরিমানা নয়, আইনি জটিলতাও আসতে পারে। সুতরাং, নিজে সতর্ক থাকুন, অন্যকেও সচেতন করুন।
আরও পড়ুন:- গাড়িতে উঠলেই হড়হড়িয়ে বমি হয়? মোশন সিকনেশ কাটানোর টোটকা জেনে রাখুন
আরও পড়ুন:- পিএম কিষান সন্মান নিধি যোজনার ১৯ তম কিস্তির টাকা পেতে এই নিয়ম মানতে হবে কৃষক বন্ধুদের